National

বিমানে লুকিয়ে ছিল সে, আকাশে উড়তেই এক মহিলাকে করল টার্গেট

বিমানে যাত্রীরা যখন ওঠেন, বিমান আকাশেও উড়ে যায় তাঁদের নিয়ে, তখনও তার কথা কারও জানা ছিলনা। কিন্তু এক মহিলা যাত্রীর আর্তনাদ সব পরিস্কার করে দিল।

নাগপুর থেকে মুম্বই উড়ে যাচ্ছিল বিমানটি। এয়ার ইন্ডিয়ার বিমানে যাত্রীও যথেষ্ট সংখ্যক ছিলেন। নাগপুর থেকে সকলে উঠে বসেন নিজের নিজের সিটে। তারপর যাত্রা।

খুব বেশি সময়ের যাত্রা নয়। তার মধ্যেই বিমান তখন আকাশে। এক মহিলা যাত্রী হঠাৎ আর্তনাদ করে ওঠেন। যন্ত্রণায় কাতরে ওঠেন তিনি। কি হল?

বিমানকর্মী থেকে যাত্রী সকলেই ছোটেন কি হয়েছে দেখতে। দেখা যায় ওই মহিলাকে একটি বিছে হুল ফুটিয়ে দিয়েছে। বিছের হুলে যে বিষ থাকে তা থেকেই প্রবল যন্ত্রণার শিকার হন ওই মহিলা।

মুম্বই বিমানবন্দরে অবতরণ করার পর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে চিকিৎসকেরা তাঁকে সুস্থ করে তোলেন। পরে তিনি হাসপাতাল থেকে ছাড়াও পান।

বিমানে একটি বিছে ঢুকে বসে রইল কীভাবে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রশ্ন উঠছে যাত্রী নিরাপত্তা এবং পরিষেবা নিয়ে। এয়ার ইন্ডিয়ার তরফেও বিষয়টি স্বীকার করা হয়েছে যে বিমানে বিছে ছিল।

তবে এটাও জানানো হয়েছে এটি বিরলতম ঘটনা। এমন ঘটনা সচরাচর ঘটেনা। তবে সেই সঙ্গে দুঃখ প্রকাশও করেছে বিমান সংস্থা। পরে বিমানটি থেকে ওই বিছেটিকে খুঁজে বারও করে সংস্থা।

প্রসঙ্গত এর আগেও বিমানে যাত্রার সময় বাদুড়, পাখি বা পতঙ্গের জ্বালাতনের শিকার হতে হয়েছে যাত্রীদের। তবে বিছের ঘটনা কার্যত নতুন।

বিমানে মানুষ যখন যাত্রা করেন তখন তাঁরা এটা বিশ্বাস করেন যে তাঁরা খুব সুন্দর নিশ্চিন্ত এবং সুসজ্জিত একটি পরিবহণে যাত্রা করছেন। এমন পরিবহণ আর হয়না। সেখানে বিছের কামড় খেতে হওয়াটা নিয়ে প্রশ্ন উঠছে।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *