National

করোনা থেকে সুস্থ হওয়ার হার বাড়ছে, বলল স্বাস্থ্যমন্ত্রক

ভারতে এখনও প্রতিদিনই নতুন করে করোনা সংক্রমিতের খোঁজ মিলছে। এর মধ্যেই আশার কথা শোনাল স্বাস্থ্যমন্ত্রক।

ভারতে করোনা সংক্রমণ বেড়েই চলেছে। বৃহস্পতিবার বিকেল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৭১৮ জনের দেহে নতুন করে কোভিড-১৯-এর অস্তিত্ব পাওয়া গিয়েছে। ফলে দেশে এখন করোনা সংক্রমিতের সংখ্যা দাঁড়াল ৩৩ হাজার ৫০ জন। এঁদের মধ্যে চিকিৎসাধীন রয়েছেন ২৩ হাজার ৬৫১ জন। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১ হাজার ৭৪ জনের। বৃহস্পতিবার একথা জানান স্বাস্থ্যমন্ত্রকের যুগ্ম সচিব লব আগরওয়াল। পাশাপাশি তিনি কিছু আশার কথাও শুনিয়েছেন।

লব আগরওয়াল বলেন, বৃহস্পতিবার বিকেল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশে ৬৩০ জন করোনা রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। দেশে এখনও পর্যন্ত মোট সুস্থ হয়ে ওঠার সংখ্যা ৮ হাজার ৩২৪। তিনি জানান, দেশে করোনা থেকে সুস্থ হয়ে ওঠার হার এদিন পৌঁছেছে ২৫.১৯ শতাংশে। অন্যদিকে তিনি জানান, লকডাউন শুরুর আগে যেখানে দেশে করোনা রোগী দ্বিগুণ হওয়ার সময়কাল ছিল ৩.৪ দিন, সেখানে এখন দেশে করোনা রোগী দ্বিগুণ হওয়ার সময়কাল দাঁড়িয়েছে ১১ দিনে।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

লব আগরওয়াল আরও জানান, বর্তমানে দেশে করোনায় মৃত্যুর হার ৩.২ শতাংশ। যারমধ্যে পুরুষের হার ৬৫ শতাংশ এবং মহিলার হার ৩৫ শতাংশ। অর্থাৎ দেশে করোনা সংক্রমিত হয়ে মৃত্যুর নিরিখে পুরুষরা এগিয়ে রয়েছেন। এদিনই শেষ হল এপ্রিল মাস। শুক্রবার থেকে শুরু নতুন মাস। গত একমাস তো বটেই তার সঙ্গে কোথাও ১০ দিন কোথাও ৮ দিন করে বেশি লকডাউনে গৃহবন্দি দশা। কবে মিলবে এর থেকে নিষ্কৃতি? কবে ফেরা যাবে স্বাভাবিক জীবনে? এটাই এখন সকলের একমাত্র প্রশ্ন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *