National

ভারতের এক অংশে করোনা এখন মহামারি

কেউ যদি গত ১৪ দিনের মধ্যে বিদেশ থেকে ফিরে থাকেন তাহলে তিনি যেন নিজেকে ২ সপ্তাহের জন্য গৃহবন্দি করে নেন।


সরকারিভাবে করোনা সংক্রমণকে মহামারি ঘোষণা করল ভারতের উত্তরাংশের রাজ্য হরিয়ানা। করোনার থাবা ভারতকেও নিষ্কৃতি দেয়নি। ভারতের অন্য রাজ্যগুলির সঙ্গে হরিয়ানা সরকারও করোনা নিয়ে রীতিমত সতর্ক। বৃহস্পতিবার হরিয়ানায় সরকারিভাবে করোনাকে মহামারি ঘোষণা করে বেশ কিছু নির্দেশ হরিয়ানার স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়েছে।


হরিয়ানার স্বাস্থ্যমন্ত্রী অনিল ভিজ জানিয়েছেন, হরিয়ানার বাসিন্দা কেউ যদি গত ১৪ দিনের মধ্যে বিদেশ থেকে ফিরে থাকেন তাহলে তিনি যেন নিজেকে ২ সপ্তাহের জন্য গৃহবন্দি করে নেন। যাঁরা নিজেরাই নিজেদের আলাদা করে গৃহবন্দি করবেন তাঁরা ছাড়াও যদি কেউ এমন কাজ না করেন তাহলে তাঁকে খোঁজা শুরু করছে সরকার। হাসপাতাল, নার্সিংহোম, শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন জায়গায় সরকারই খোঁজ নেবে যে কেউ গত ১৪ দিনের মধ্যে বিদেশ থেকে ফিরেছেন কিনা।


করোনা ভাইরাস সংক্রমণকে মহামারি ঘোষণা করে সেইমত প্রয়োজনীয় নির্দেশ সরকারের তরফে বৃহস্পতিবারই সকালে সব জেলার জেলাশাসক থেকে প্রশাসনিক আধিকারিকদের কাছে পৌঁছে যায়। সেইমত তাঁরা তাঁদের করণীয় কাজ এগোবেন। হাসপাতালগুলিকেও নির্দেশিকা পাঠিয়েছে হরিয়ানার স্বাস্থ্য দফতর। তাদের জানানো হয়েছে করোনা আক্রান্ত কারও সংস্পর্শ এসেছেন বা করোনার লক্ষ্মণ নিয়ে হাসপাতালে এসেছিলেন এমন মানুষজনের আলাদা একটি তালিকা তৈরি করতে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা




Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *