Sports

দর্শকশূন্য মাঠে হবে মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল ডার্বি

করোনা ভাইরাস রুখতে কোনও ফাঁক রাখতে চাইছে না কেন্দ্র ও রাজ্য সরকারগুলি। কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক ইতিমধ্যেই জানিয়েছে কোনও ক্রীড়া প্রতিযোগিতাই এখন আর দর্শক ভরা মাঠে করা যাবেনা। সেইমত পরামর্শ দিয়ে চিঠিও চলে গেছে বিভিন্ন ক্রীড়ার নিয়ামক সংস্থার কাছে। যারফলে প্রভাবিত হতে চলেছে ইন্ডিয়ান সুপার লিগ-এর ফাইনাল ম্যাচ। যা খেলা হবে আগামী শনিবার গোয়ায়। মুখোমুখি হচ্ছে অ্যাটলেটিকো দে কলকাতা ও চেন্নাইয়ান এফসি। যেদিকে চেয়ে গোটা বাংলা। কারণ এই ম্যাচ জিতলে কলকাতা ভারত সেরা হবে।

আইএসএল-এর পাশাপাশি আইলিগ-এ ৪ ম্যাচ বাকি থাকতেই চ্যাম্পিয়ন হয়ে গেছে মোহনবাগান। ফলে বাংলার এই ক্লাব ২০২০ সালের ভারত সেরা ক্লাব হয়েছে। তবে এখনও আরও একটা ধাপ আইলিগের বাকি আছে। তা হল ডার্বি। মোহনবাগান ও ইস্টবেঙ্গল সমর্থকদের তথাকথিত প্রেস্টিজ ফাইট। আগামী রবিবার মুখোমুখি হতে চলেছে মোহনবাগান-ইস্টবেঙ্গল। কলকাতা ডার্বি মানেই উত্তেজনার চরম শিখর। হয়তো সেখানেও এবার করোনা থাবা।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

ডার্বির আসল মেজাজ হল ২ দলের সমর্থকদের মাঠে চিৎকার। দলকে সমর্থন করে নানা সাজে সেজে সমর্থনে গলা ফাটানো। এটাই হয়তো ডার্বির মেজাজ বদলে দেয়। খেলোয়াড়দেরও উজ্জীবিত করে। যুবভারতী ক্রীড়াঙ্গনে এই ম্যাচ শনিবার হওয়ার কথা। কিন্তু ক্রীড়া মন্ত্রকের নির্দেশিকার পর ফাঁকা সল্টলেক স্টেডিয়ামেই হয়তো মুখোমুখি হবে বাংলার এই চিরপ্রতিদ্বন্দ্বী ২ দল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *