
ফেড কাপের সেমিফাইনালে প্রথমে লেগে শিলং লাজংকে নিয়ে এদিন বারাসত স্টেডিয়ামে ছেলেখেলা করল সঞ্জয় সেনের ছেলেরা। ৫ গোলের মালা পরিয়ে ফাইনালের রাস্তা ঘরের মাঠেই পরিস্কার করে রাখল জেজে, কর্নেলরা। প্রথমার্ধে ২ গোল। দ্বিতীয়ার্ধে ৩ গোল। জেজে-র হ্যাট্রিক। মাঠ এদিন শুরু থেকেই হয়ে রইল মোহনময়। সবুজ মেরুন শুধু জিতলই না দেখিয়ে দিল যেদিন তারা ফর্মে থাকে সেদিন কোনও দলই তাদের সামনে যোগ্য প্রতিপক্ষের প্রতিরোধ খাড়া করতে পারে না। ইস্টবেঙ্গলকে হারিয়ে আসা লাজং এদিন এদিন প্রথমার্ধের ৪০ মিনিট পর্যন্ত মোহন আক্রমণ রুখে দিতে পারলেও তারপরটা মাঠে কার্যত দাপিয়ে বেড়িয়েছে জেজেরা। খেলার ৪০ মিনিটের মাথায় প্রথম গোল করে বাগানকে এগিয়ে দেয় জেজে। সেই ধাক্কা কাটিয়ে ওঠার আগেই প্রথমার্ধের শেষে এসে দ্বিতীয়বার লাজং জালে বল জড়ায় বিক্রমজিৎ সিং। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই দাপট বজায় রাখে মোহনবাগান। ৫১ মিনিটে তার দ্বিতীয় গোলটি লাজংয়ের জালে জড়িয়ে দলকে ৩-০ তে এগিয়ে দেয় জেজে। তার ঠিক চার মিনিট বাদেই ফের গোল। এবারও সেই জেজে। হ্যাট্রিক গোলে ৪-০-এ এগিয়ে যায় মোহনবাগান। এরপর আর খেলায় ফেরা লাজংয়ের পক্ষে সম্ভবও ছিলনা। হয়ওনি। বরং খেলার প্রায় শেষপ্রান্তে এসে আজহারউদ্দিন মল্লিকের শট ফের লাজংয়ের জালে জড়িয়ে যায়। ফল দাঁড়ায় মোহনবাগান – ৫, শিলং লাজং – ০। এটাই শেষ পর্যন্ত বজায় রেখে সঞ্জয় সেনের জন্য চওড়া হাসি নিয়ে মাঠ ছাড়ে সবুজ মেরুন। ফেড কাপে বাংলার একমাত্র আশা এখন মোহনবাগান। এদিন জিতে সেই আশা দ্বিগুণ করে দিল তারা।