Sports

ট্রাউকে দুরমুশ করল আইলিগে অপ্রতিরোধ্য মোহনবাগান

টানা ১২ ম্যাচ জেতা হয়ে গেল মোহনবাগানের। আইলিগে পয়েন্ট টেবিলের যা অবস্থা তাতে মোহনবাগানের আইলিগ জয় কেবল সময়ের অপেক্ষা। ধারে কাছের মধ্যে রয়েছে মিনার্ভা। মোহনবাগান যেখানে ১৪ ম্যাচ খেলে ৩৫ পয়েন্টে ১ নম্বরে রয়েছে, সেখানে ১৪টি ম্যাচ খেলেই ২২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে মিনার্ভা। রবিবার ট্রাউকে হারিয়ে মোহনবাগান লিগের আরও কাছে পৌঁছে গেল। এদিন কিন্তু খেলায় যা হয়েছে সবই প্রথম ৩৫ মিনিটে।

খেলা শুরু ১৪ মিনিটের মাথায় পেনাল্টি পায় মোহনবাগান। ফ্রান গঞ্জালেস বল জালে জড়াতে ভুল করেননি। সবুজ মেরুন এগিয়ে যায় ১ গোলে। এর ঠিক ৮ মিনিট পর ফের গোল। ট্রাউয়ের রক্ষণকে চুরমার করে জোসেবা বেইতিয়া বল জালে পাঠান। মোহনবাগান এগিয়ে যায় ২-০ ব্যবধানে। ফলে উল্লাস শুরু করেন মোহন সমর্থকেরা। সেই উল্লাসটা পুরো করে উঠতে পারেননি তাঁরা। ২২ মিনিটে দ্বিতীয় গোল পাওয়ার পর তার ১ মিনিটের মধ্যেই ফের গোল। এবার গোল করেন বাবা দিওয়ারা। ২৩ মিনিটের মধ্যেই ৩-০ ব্যবধানে মোহনবাগানের এগিয়ে যাওয়া তখন জয় প্রায় নিশ্চিত করে দিয়েছে। মোহন সমর্থকেরা তখন হিসেব কষছেন কত গোলে ম্যাচটা জিতবে তাঁদের দল।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

২৩ মিনিটেই ৩ গোল ট্রাউয়ের জালে জড়ানোর পর অবশ্য মোহনবাগান রক্ষণে মরিয়া আক্রমণ শুরু করে ট্রাউ। তাদের তখন আর হারানোর কিছু নেই। কিন্তু আক্রমণে যদি ফল পায় তবে সম্মানজনক জায়গায় পৌঁছনো যায়। খেলার ৩৫ মিনিটের মাথায় ফলও পায় তারা। জেরাড উইলিয়ামস এবার পাল্টা মোহনবাগানের গোলে বল জড়িয়ে ব্যবধান কিছুটা কমান। খেলার ৩৫ মিনিটেই এসে যায় ২ পক্ষ মিলিয়ে ৪ গোল। এরপর কিন্তু খেলা শেষ হয়েছে এই ৩-১ ব্যবধানেই। আর কোনও গোল হয়নি পুরো ম্যাচে। তবে ৭০ মিনিটের মাথায় লাল কার্ড দেখেন মোহনবাগানের কোমরন তুর্সুনভ।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *