Sports

বেঙ্গালুরুকে উড়িয়ে ফেড ফাইনালের মহড়া সেরে রাখল মোহনবাগান

ইস্টবেঙ্গলকে হারিয়ে ফেডারেশন কাপের ফাইনালে পৌঁছনো মোহনবাগানের সামনে বেঙ্গালুরু এফসি। ফাইনালে এই দুই দল মুখোমুখি হওয়ার আগে এএফসি কাপে তাদের মধ্যে দেখা হয়ে গেল রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে। বুধবার সন্ধেয় বেঙ্গালুরুকে কার্যত উড়িয়ে দিল সবুজমেরুন। ফেড ফাইনালের আগে মোহনবাগানের এই রুদ্র মূর্তি বেঙ্গালুরুকে মানসিক দিক থেকে চাপে ফেলার জন্যও জরুরি ছিল। সেই কাজটা হেলায় সেরে রাখলেন বলবন্ত, জেজেরা। ডারেল ডাফি, সনি নর্ডিদের বাইরে রেখেই এদিন মাঠে নামে মোহনবাগান। খেলার প্রথম ৯ মিনিটের মাথায় গোল করে সবুজমেরুনকে এগিয়ে দেন জেজে। খেলায় দাপট মোহন শিবিরের থাকলেও ১-০ গোলে এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে মোহনবাগান। দ্বিতীয়ার্ধের শুরুতেই কিন্তু ধাক্কা। দুঙ্গেলের গোলে খেলায় সমতায় ফেরে বেঙ্গালুরু। ৭৫ মিনিটের মাথায় কেন লুইসের গোলে ফের ব্যবধান বাড়ায় ঘরের দল। আর ৮০ মিনিটের মাথায় বিক্রমজিতের গোলে ৩-১-এ এগিয়ে যাওয়ার পর কার্যতই বেঙ্গালুরুর আর কিছু করার ছিলনা। করতেও পারেনি। ৩-১ গোলেই এই ম্যাচ জিতে নেয় মোহনবাগান। আগামী রবিবার ফেড কাপ ফাইনালের আগে রিহার্সালটা যে বেশ জবরদস্ত হল তা মেনে নিচ্ছেন বাগান সমর্থকেরা। এএফসি কাপের ‘ই’ গ্রুপে থাকা বেঙ্গালুরুর যদিও এদিনের হারে তেমন কোনও সমস্যা হলনা। মালদ্বীপের মেজিয়াকে হারানোটাই এখন তাদের প্রধান লক্ষ্য।

 


আকর্ষণীয় খবর পড়তে ডাউনলোড করুন নীলকণ্ঠ.in অ্যাপ

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *