Health

অতিমারি নিয়ে তাৎপর্যপূর্ণ বক্তব্য, ৫ রাজ্যকে সতর্ক করলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী

অতিমারি শেষ হয়ে যায়নি। তাই সতর্কতায় এতটুকু ঢিলে দেওয়ার সুযোগ নেই। ৫ রাজ্যকে সতর্ক করে জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য।

গত ২ সপ্তাহ ধরে দেখা যাচ্ছে দেশের বেশ কিছু জায়গায় সংক্রমণ নিচে নামছে। পজিটিভিটি রেটও নেমেছে। যা অনেক মানুষকে স্বস্তি দিয়েছে। আর সেখানেই চিন্তার কারণ দেখছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য।

শনিবার মাণ্ডব্য দেশের ৫টি রাজ্য পশ্চিমবঙ্গ, ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড ও ছত্তিসগড়ের স্বাস্থ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন। সেখানেই তিনি সাফ জানান অতিমারি শেষ হয়নি। তাই অসতর্ক হওয়ার কোনও জায়গা নেই। সংক্রমণ নামছে দেখে স্বস্তি পাওয়ার জায়গা নেই বলে রাজ্যগুলিকে জানান মাণ্ডব্য।

স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, করোনা রুখতে কেন্দ্র রাজ্য যৌথ উদ্যোগ সাফল্য পেয়েছে। আর তেমনটাই চালিয়ে যেতে হবে। করোনা রুখতে এদিনও টিকাকরণে জোর দেন মাণ্ডব্য।

রাজ্যগুলিকে মাণ্ডব্য জানান, যাঁরা টিকা নেওয়ার যোগ্য তাঁদের টিকাকরণ চালিয়ে যেতে হবে। তাঁদের সকলকে যাতে টিকা দেওয়া যায় তার বন্দোবস্ত করতে হবে। বিশেষত ১৫ থেকে ১৮ বছর বয়সীদের যারা বাকি রয়েছে তাদের টিকা যত দ্রুত সম্ভব প্রদান করতে হবে।

সেইসঙ্গে যাঁদের প্রথম ডোজ হয়েছে কিন্তু এখনও দ্বিতীয় ডোজ নেননি, তাঁদের চিহ্নিত করে দ্বিতীয় ডোজ দেওয়ার বন্দোবস্ত করতে জোর দেন মাণ্ডব্য।

এদিন ইসিআরপি-২ প্রকল্পের আওতায় যে অর্থ বরাদ্দ হয়েছে তা ব্যবহার করতে রাজ্যগুলিকে উৎসাহ দেন মাণ্ডব্য। জানান, মার্চের শেষেই এই বরাদ্দের মেয়াদ শেষ হচ্ছে। তার আগে স্বাস্থ্য পরিষেবা উন্নত করতে এই ফান্ড দ্রুত কাজে লাগাক রাজ্যগুলি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *