Kolkata

একমাসের রেশন একসঙ্গে, সামাজিক ভাতা ২ মাসের একসঙ্গে

করোনা মোকাবিলায় রাজ্য সরকার তৎপর। সেইসঙ্গে মানুষকে যাতে দুর্ভোগ পোহাতে না হয় সেদিকেও নজর রাখা হচ্ছে। বুধবার নবান্নে মুখ্যমন্ত্রী জানান, রেশন দোকান খোলা থাকছে। খাবার নিয়ে চিন্তা করার দরকার নেই। তবে যাতে বারবার বাড়ি থেকে না বার হয়ে একবার বার হয়েই সারা মাসের বরাদ্দ রেশন সকলে পেয়ে যান সেকথা জানান মুখ্যমন্ত্রী। ফলে আগামী দিনে একমাসের রেশন এক দিনেই পেয়ে যাবেন গ্রাহকরা। তাঁদের আর বারবার আসতে হবেনা।

মুখ্যমন্ত্রী এদিন আরও জানান, যাঁরা রাজ্য সরকারের বিভিন্ন সামাজিক ভাতা প্রকল্পের আওতায় মাসে মাসে টাকা পান, তাঁদের এপ্রিল ও মে মাসের টাকা একসঙ্গে দিয়ে দেওয়া হবে। যাঁরা মার্চের টাকা এখনও পাননি তাঁদের সুরাহার জন্য মার্চ ও এপ্রিলের প্রাপ্য একসঙ্গে দিয়ে দেবে রাজ্য সরকার। তাতে তাঁদের হাতে এই পরিস্থিতিতে কিছু টাকা এসে যাবে। এসব প্রকল্পের মধ্যে রয়েছে বিধবা ভাতা, কৃষক ভাতার মত নানা প্রকল্প।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

মুখ্যমন্ত্রী জানান, তিনি খাবারের সমস্যায় ভোগা মানুষজনেরও পাশে আছেন। তাঁরা যাতে অভুক্ত না থাকেন সেজন্য আইসি ও বিডিওদের নজর রাখার নির্দেশ দেন তিনি। তিনি এও জানান, হাওড়ায় একটি ধর্মীয় প্রতিষ্ঠান দেড়শো মানুষকে খাওয়ানোর বন্দোবস্ত করেছে। এমন বেশ কিছু বন্দোবস্ত হচ্ছে। তাছাড়া রাজ্য সরকারও পাশে রয়েছে।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *