SciTech

জিমে না গিয়েও এরা বডিবিল্ডার, অতিশক্তিশালী এক রহস্যময় পোকা

প্রকৃতি এদের উপর বোধহয় একটু বেশিই সদয়। এই বডিবিল্ডার পোকাকে জিমে গিয়ে ঘাম ঝরাতে হয়না। পোকাটির শারীরিক গঠন অবাক করে দিয়েছে জীববিজ্ঞানীদের।

মানুষকে বাইসেপ গড়ে তুলতে জিমে গিয়ে কতই না কসরত করতে হয়। কিন্তু এই ধরিত্রীতে এমনও জীব আছে, যাদের স্বয়ং সৃষ্টিকর্তা পেশীবহুল করেই পাঠিয়েছেন।

প্রকৃতি এদের উপর বোধহয় একটু বেশিই সদয়। ভারত মহাসাগরের অন্যতম দ্বীপ মাদাগাস্কারের এই ‘বডিবিল্ডার’ পোকাকে জিমে গিয়ে ঘাম ঝরাতে হয়না।


উজ্জ্বল রঙের এই পোকার বিজ্ঞানসম্মত নাম অঙ্কডোপাস ব্রংনিয়ারটি। হালে মাদাগাস্কারের শুষ্ক অরণ্যে পাওয়া গেল এই শক্তিশালী পোকাকে।

প্রায় আড়াই ইঞ্চি লম্বা নতুন প্রজাতির এই রঙিন কীটটি বিশ্বের অন্যতম দীর্ঘ ও ভারী পোকা। পোকাটির শারীরিক গঠন অবাক করে দিয়েছে জীববিজ্ঞানীদের।


পেশিবহুল ক্যাটিডিড প্রজাতির এই কীটের মেজাজ কিন্তু বেশ মারমুখী। এদের খপ্পরে পড়লে এরা তাদের সামনের পা দুটো দিয়ে শিকারকে চেপে ধরে। তারপর বসায় মরণ কামড়।

সাধারণত ক্যাটিডিড প্রজাতির কীটেরা স্বভাবে শান্ত হয়ে থাকে। ৭ রকম প্রজাতির মধ্যে এই নতুন প্রজাতির ক্যাটিডিডের আক্রমণাত্মক স্বভাবে স্বভাবতই বিস্ময় প্রকাশ করেছেন গবেষকরা।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button