Feature

কতগুলি গোল হয়েছিল, ফুটবলে সবচেয়ে বেশি গোলের ম্যাচ কোনটি

ফুটবল ম্যাচে গোলই শেষ কথা। ফুটবলে সবচেয়ে বেশি গোলের ম্যাচ শেষ হয়েছিল প্রায় দেড়শোটি গোলের বিনিময়ে। ম্যাচটি আরও একটি কারণে বিখ্যাত।

ফুটবল খেলায় জালে বল জড়ানোই শেষকথা। তার ওপরই নির্ভর করে খেলায় কে জিতবে, কে হারবে। একটি ফুটবল ম্যাচে কটা গোল হল তা অবশ্যই দর্শকদের অন্যতম আকর্ষণ।

হাজার হাজার ফুটবল ম্যাচ বছরভর হয়ে চলেছে। তেমনই একটি ম্যাচ হয়েছিল ২০০২ সালে। যা ফুটবলের ইতিহাসে জায়গা করে নিয়েছে সবচেয়ে বেশি গোলের ম্যাচ হিসাবে।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

যে ম্যাচে একটি দল অপর দলকে ১৪৯ গোল দিয়েছিল। তবে কি একেবারেই খেলতে জানেন না এমন কিছু খেলোয়াড় দিয়ে তৈরি হয়েছিল বিপক্ষ দল? তা কিন্তু নয়।

খেলাটি হয়েছিল মাদাগাস্কারে, ৩১ অক্টোবর ২০০২ সালে। সেদিন মুখোমুখি হয়েছিল সেখানকার ২টি প্রথমসারির ক্লাব, যারা আবার বাংলার মোহনবাগান ইস্টবেঙ্গলের মতই চিরপ্রতিদ্বন্দ্বী।

খেলাটি হয়েছিল এএস আডেমা ও সো আই এমিনেরনে-র মধ্যে। ২ প্রতিদ্বন্দ্বী দল মাঠে নামে। কিন্তু মাঠে নামার পর সো আই এমিনেরনে-র খেলোয়াড়েরা বল পায়ে লাগাননি। কেউ প্রতিপক্ষ খেলোয়াড়দের প্রতিহতও করতে যাননি।

ফলে এএস আডেমা একটি করে গোল করেছে আর এসে সেন্টার করেছে। এভাবে পুরো সময়ে তারা ১৪৯টি গোল করে। সো আই এমিনেরনে-র এটা ছিল রেফারিংয়ের বিরুদ্ধে প্রতিবাদ। তাদের আগের কয়েকটি ম্যাচে রেফারিং তাদের বিরুদ্ধে গিয়েছিল বলে দাবি করে তারা এই ম্যাচে প্রতিবাদ স্বরূপ বল পায়ে ঠেকায়নি।

ফলে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী গোল করতেই থাকে। সেই সংখ্যাটা দাঁড়ায় ১৪৯-এ। এটাই এখনও পর্যন্ত ফুটবল ইতিহাসে সবচেয়ে বেশি গোলের ম্যাচ।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *