World

ভয়ংকর কাণ্ড, ভাঙল নদী বাঁধ, ভেসে গেলেন বহু মানুষ

সোমবার সন্ধে শেষ হয়ে রাত নামছে। ঠিক সেই সময়ে এক ভয়ংকর আওয়াজে চমকে উঠলেন সকলে। চোখের সামনে ভাঙতে শুরু করল মেকং নদীর ওপর তৈরি ড্যাম বা নদী বাঁধ। নদীর বেঁধে রাখা জল দানবের মত ছুটে এল। আশপাশের গ্রামের পর গ্রাম গেল ভেসে। নিমেষে জলের প্রবল তোড়ে ভেসে গেলেন আবালবৃদ্ধবনিতা। ভেসে গেল পশু, গাছপালা। কত মানুষ যে ভেসে গেছেন, কতজনের প্রাণহানি হয়েছে তা এখনও ঠাওর করে উঠতে পারছেনা লাওস প্রশাসন।

এশিয়ার সবচেয়ে দরিদ্র দেশ ধরা হয় লাওসকে। কমিউনিস্ট সরকারের অধীন এই দেশের অন্যতম প্রধান নদী মেকং। তার ওপর জলবিদ্যুৎ প্রকল্পের জন্য তৈরি করা হয়েছিল ড্যাম। নদীর ওপর বাঁধ তৈরি করে বহুমুখী প্রকল্প তৈরি হয়। জলবিদ্যুৎ থেকে শুরু করে বন্যা প্রতিরোধ সবই। সেই মোটা পাঁচিলের পিছনে বেঁধে রাখা বিশাল জলরাশি বাঁধ ভেঙে এগিয়ে এলে যে কি ভয়ংকর পরিস্থিতি তৈরি হতে পারে তার আঁচ পেলেন এখানকার সানসাই জেলার বাসিন্দারা। আপাতত নিখোঁজদের খোঁজ শুরু করেছে প্রশাসন। আশপাশের বহু মানুষকে উদ্ধার করা হয়েছে।



Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button