World

ফের কুলভূষণের ভিডিও প্রকাশ করল পাকিস্তান

কুলভূষণ ইস্যুতে পাকিস্তানকে কাঠগড়ায় দাঁড় করিয়ে একের পর এক তোপ দেগে চলেছে ভারত সরকার। সেই বিষয়ে যথেষ্ট ওয়াকিবহাল প্রতিবেশি দেশ। অভিযোগ পাল্টা অভিযোগের লড়াইয়ে কেউ দমতে রাজি নয়। বিশেষজ্ঞদের মতে, বছরের শুরুতে সেই লড়াইয়ের তাপ বাড়িয়ে নতুন চাল দিল পাক বিদেশমন্ত্রক। বুধবার পাকিস্তানের জেলে বন্দি মৃত্যুদণ্ডাজ্ঞাপ্রাপ্ত কুলভূষণ যাদবের একটি ভিডিও প্রকাশ করে সেদেশের সরকার। যেখানে ঘুরিয়ে ভারত সরকারের প্রতিনিধির দিকে অভিযোগের আঙুল তুলেছেন কুলভূষণ। তাঁর দাবি, কথা বলার সময় মা ও স্ত্রীর চোখে তিনি আতঙ্কের ছায়া লক্ষ্য করেছেন। এমনকি সাক্ষাৎ চলাকালীন সেই জায়গায় উপস্থিত ভারতীয় রাষ্ট্রদূত তাঁর মা ও স্ত্রীর ওপর নাকি চিৎকারও করেছেন। ভিডিওতে এমন বিস্ফোরক অভিযোগই করতে শোনা যাচ্ছে কুলভূষণকে। মা ও স্ত্রীর সঙ্গে দেখা হওয়ায় তিনি যে কতটা খুশি সেকথাও ভিডিওতে স্পষ্ট করে দিয়েছেন কুলভূষণ।

২০১৭ সালে বড়দিনের দিন পাক জেলে বন্দি ছেলের সঙ্গে দীর্ঘ বিচ্ছেদপর্ব শেষে দেখা হয়েছিল মা অবন্তীদেবীর। স্বামীকে সেদিন চোখের দেখাটুকু দেখতে, ক’টা কথা বলতে অনুমতি পেয়েছিলেন চেতনকুল। কিন্তু পাক জেলের ভিতরে ও বাইরে কুলভূষণের স্ত্রী ও মায়ের সঙ্গে চূড়ান্ত অমানবিক ব্যবহার করা হয়েছে বলে দাবি করেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। ভারত সরকারের সেই অভিযোগের চাপের আঁচ বিলক্ষণ টের পেয়েছে পাক বিদেশমন্ত্রক। তাই পিঠ বাঁচাতে আবার কুলভূষণকে দিয়ে বানানো কথার পুনরাবৃত্তি করানো হচ্ছে। এমনটাই মনে করছেন ভারতের কূটনৈতিক মহলের একাংশ।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *