National

সুষমা স্বরাজের বাড়িতে কুলভূষণের মা ও স্ত্রী

প্রাক্তন ভারতীয় নৌসেনা কমান্ডার কুলভূষণ যাদবের সঙ্গে বড়দিনের দিন দেখা করেছেন তাঁর মা ও স্ত্রী। ইসলামাবাদে পাক বিদেশমন্ত্রকে ৪০ মিনিটের সেই দেখা হওয়াকে আদৌ দেখা হওয়া বলে কিনা তা নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে। ওইদিন কুলভূষণের সঙ্গে দেখা হওয়ার পরই মা ও স্ত্রীকে ভারতে পাঠানো হয়। এদিন তাঁরা দেখা করেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে। বিদেশমন্ত্রীর বাসভবনেই দেখা করেন তাঁরা। গত দিনের অভিজ্ঞতার কথা তুলে ধরেন।

পাক জেলে বন্দি কুলভূষণ যাদবকে ভারতীয় গুপ্তচর আখ্যা দিয়ে পাক সামরিক আদালত তাঁকে ফাঁসির সাজা শুনিয়েছে। যদিও এসব মিথ্যা বলে দাবি করে ভারত আন্তর্জাতিক আদালতে যায়। আন্তর্জাতিক আদালতের নির্দেশে আপাতত স্থগিত আছে ফাঁসি। এই অবস্থায় বড়দিনের দুপুরে কুলভূষণের সঙ্গে তাঁর মা ও স্ত্রীকে দেখা করার অনুমতি দেয় পাক সরকার। কিন্তু সেই দেখা হওয়া যেভাবে হল তা নিয়ে প্রশ্ন উঠেছে। দেখা করানোর নামে প্রহসন হয়েছে বলেও ভারতের তরফে দাবি করা হয়েছে। কুলভূষণকে মা ও স্ত্রীয়ের সঙ্গে দেখা করতে হয় কাচের দেওয়ালের ওপার থেকে। মা তাঁর সন্তানকে ছুঁয়ে দেখার সুযোগটুকুও পাননি। কাউকে আঞ্চলিক ভাষায় কথা বলতে দেওয়া হয়নি। সারাক্ষণ চলেছে নজরদারি। এছাড়া কুলভূষণ ওটুকু সময়েও যা বলেছেন তা তাঁকে জোর করে বলানো হয়েছে বলে দাবি করেছেন বিশেষজ্ঞেরা। কারণ কুলভূষণকে ভীত লেগেছে।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

মা ও স্ত্রীয়ের সঙ্গে দেখা করার সময় তাঁর গায়ে যে নীল কোট ছিল তা তাঁর চেয়ে মাপে অনেকটাই বড় ছিল। অর্থাৎ সেই কোট ওদিন কুলভূষণকে পরিয়ে তিনি ভাল আছেন বলে দেখানোর চেষ্টা করে পাকিস্তান। অন্তত বিশেষজ্ঞেরা তাই মনে করছেন। এছাড়া কুলভূষণের মাথায় কালো দাগ ও কানের লতির একটি অংশ নেই বলেও চোখে পড়েছে। যা তাঁর সঙ্গে কি ব্যবহার হয় তারই স্বাক্ষর বহন করছে বলে মনে করছেন বিশেষজ্ঞেরা। যেভাবে কুলভূষণ যাদবের সঙ্গে তাঁর মা ও স্ত্রীয়ের দেখা করানো হল তার তীব্র ভাষায় নিন্দা করেছে ভারত।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *