National

বছরের শুরুতে ফের অগ্নিকাণ্ড মুম্বইতে, মৃত ৪

বর্ষশেষের মুখে ভস্মীভূত হয়ে গিয়েছিল মুম্বইয়ের কমলা মিলসের একটি রেস্তোরাঁ। প্রাণ হারিয়েছিলেন ১৪ জন। সেই মর্মান্তিক অগ্নিকাণ্ডের কালো ছায়া ফিরে এল আবার বছরের শুরুতেই। গত বুধবার ভয়াবহ আগুনের কবলে পড়ে মুম্বইয়ের মারোল এলাকার মৈমুন মঞ্জিল আবাসনের ৩ তলা। অগ্নিকাণ্ডের জেরে মৃত্যু হয়েছে একই পরিবারের ৪ সদস্যের। যাদের মধ্যে ২ জন শিশু।

বুধবার শীতের রাতে বহুতলটির বাসিন্দারা তখন ঘুমে আচ্ছন্ন। আগুন ছড়িয়ে যাওয়ায় বাইরে বার হওয়ার পথ সম্ভবত অবরুদ্ধ হয়ে যায়। যার ফলে ৩ ও ৪ তলার ফ্ল্যাটের বাসিন্দারা ঘরের ভিতরে আটকে পড়েন। অত রাতে চারদিক জনহীন থাকায় আগুনের মাঝে আটকে পড়া ব্যক্তিদের আর্ত চিৎকার শুনে সাথে সাথে কেউ সাহায্য করতে আসতেও পারেননি। খবর পেয়ে দুর্ঘটনাস্থলে হাজির হয় দমকলের ৬টি ইঞ্জিন। আধঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন দমকলকর্মীরা। মৃতদের দেহ উদ্ধারের পাশাপাশি ৪ তলায় ধোঁয়ায় প্রায় শ্বাসরুদ্ধ ৫ জনকে দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।


আকর্ষণীয় খবর পড়তে ডাউনলোড করুন নীলকণ্ঠ.in অ্যাপ

এদিকে দমকল দেরিতে আসার অভিযোগে সোচ্চার হন স্থানীয়রা। তাঁদের দাবি, সময়মত দমকলবাহিনী ঘটনাস্থলে এলে মৃত ৪ ব্যক্তির এমন করুণ পরিণতি হত না। কীভাবে ঐ আবাসনে আগুন লাগল তা খতিয়ে দেখছে দমকল। তাদের প্রাথমিক ধারণা শর্টসার্কিট থেকেই আগুন ছড়িয়ে পড়েছিল।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *