Kolkata

রাজ্যে একদিনে মৃত ৯, ১ জেলাতেই ৪

রাজ্যে দৈনিক সংক্রমণ এদিনও ৩০০-র নিচেই রইল। গত একদিনে মৃত্যু হয়েছে ৯ জনের। যার মধ্যে ১টি মাত্র জেলাতেই মৃত্যু হয়েছে ৪ জনের।

কলকাতা : নতুন বছরের দ্বিতীয় দিনেই রাজ্যে দৈনিক সংক্রমণ ১ হাজারের নিচে নেমে যায়। যা বিগত কয়েক মাসে দেখতে পাওয়া যায়নি। এখন টানা তা ৫০০-র নিচে থাকছে।

গত ৪ দিনে সংক্রমণ ৩০০-র নিচে নেমে গেছে। এদিন নতুন করে সংক্রমিত হয়েছেন ২৮৯ জন। নমুনা পরীক্ষা আগের দিনের চেয়ে প্রায় ৮ হাজার বেড়েছে।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

এদিন নমুনা পরীক্ষা হয়েছে ২৫ হাজার ১২৯টি। রাজ্যে এদিন মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লক্ষ ৬৯ হাজার ১৭৩ জন। এদিন রাজ্যে অ্যাকটিভ রোগীর সংখ্যা ৬ হাজারের নিচে নেমে গেছে। দাঁড়িয়েছে ৫ হাজার ৭৮১ জনে।

ডিসেম্বরের শুরুতে করোনায় মৃত্যু রাজ্যে ৫০-এর ঘরে ছিল। তারপর তা ৪০-এর ঘরেই ওঠানামা করছিল। তারপর ৩০-এর ঘরে নেমেছিল মৃত্যু। সেখান থেকে করোনায় রাজ্যে দৈনিক মৃত্যু ২০-র নিচে নামে। এখন তা ১০-এর নিচে নেমে গেছে।

গত একদিনে মৃত্যু হয়েছে ৯ জনের। আগের দিনের চেয়ে ১ জন বেশি মানুষের প্রাণ কেড়েছে করোনা। এদিনের মৃতের সংখ্যার হাত ধরে রাজ্যে এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ১০ হাজার ১৪৮ জনের।

গত একদিনে যে ৯ জন প্রাণ হারিয়েছেন তাঁদের মধ্যে কলকাতায় প্রাণ হারিয়েছেন ১ জন। উত্তর ২৪ পরগনায় মারা গেছেন ৪ জন। কলকাতা ও উত্তর ২৪ পরগনা বাদ দিলেও হুগলিতে ২ জন, দক্ষিণ ২৪ পরগনায় ১ জন এবং নদিয়ায় ১ জন করে মানুষের প্রাণ কেড়েছে করোনা।

রাজ্যে একই সঙ্গে বহু রোগী সুস্থ হয়ে ফিরছেন। গত একদিনে ৩৬৭ জন করোনা রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। যার হাত ধরে এদিন রাজ্যে করোনামুক্ত মানুষের মোট সংখ্যাটা দাঁড়িয়েছে ৫ লক্ষ ৫৩ হাজার ২৪৪ জন।

সুস্থ হয়ে ওঠা মানুষের হাত ধরে এদিন ৯৭.২০ শতাংশে পৌঁছে গেল রাজ্যে সুস্থতার হার। রাজ্যে সুস্থতার হার প্রতিদিনই একটু একটু করে বাড়ছে। — রাজ্যসরকারের স্বাস্থ্য দফতরের দৈনিক বুলেটিন-এর সাহায্য নিয়ে লেখা

Show More