National

দেশে মোট সংক্রমণ ১ কোটি ৭ লক্ষ পার করল

দেশে প্রতিদিন যে সংখ্যক মানুষ সংক্রমিত হচ্ছেন বা প্রাণ যাচ্ছে তাতে মোট সংখ্যা বেড়েই চলেছে। এদিন ১ কোটি ৭ লক্ষ পার করল মোট সংক্রমণ।

নয়াদিল্লি : নতুন বছরের শুরু থেকে প্রধানত ২০ হাজারের নিচেই রয়েছে দেশে দৈনিক সংক্রমণ। এরমধ্যেই নামা ওঠা চলছে। এমনকি ১০ হাজারি ঘরেও এরমধ্যে পৌঁছেছিল সংক্রমণ। তবে সেই ঘর ধরে রাখতে পারেনি তা।

এখন মূলত ১৫ হাজারের নিচেই ঘুরপাক খাচ্ছে সংক্রমণ। গত একদিনে দেশে সংক্রমিত হলেন ১১ হাজার ৬৬৬ জন। দেশে ৭ লক্ষ ২৫ হাজার ৬৫৩টি নমুনা পরীক্ষা হয়েছে। আগের দিনের চেয়ে প্রায় ১ লক্ষ ৭৫ হাজারের মত বেড়েছে নমুনা পরীক্ষা।


আকর্ষণীয় খবর পড়তে ডাউনলোড করুন নীলকণ্ঠ.in অ্যাপ

রোগীর সংখ্যা বৃদ্ধির হাত ধরে এদিন দেশে মোট সংক্রমিতের সংখ্যা ১ কোটি ৭ লক্ষ পার করেছে। ১ কোটি ৭ লক্ষ ১ হাজার ১৯৩ জনে দাঁড়িয়েছে দেশে মোট সংক্রমিতের সংখ্যা।

এদিন সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা সংক্রমিতের চেয়ে বেশি হয়েছে। এদিন দেশে অ্যাকটিভ রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ১ লক্ষ ৭৩ হাজার ৭৪০ জনে। একদিনে কমেছে ২ হাজার ৭৫৮ জন। করোনা অ্যাকটিভ রোগীর হার কমে দাঁড়িয়েছে ১.৬২ শতাংশে।

নতুন বছরে ২০০-র ঘরেই ছিল দেশে দৈনিক করোনায় মৃত্যু। এখন তা আরও কমেছে। দৈনিক করোনায় মৃতের সংখ্যা এখন ২০০-র নিচেই থাকছে।

এদিন মৃত্যু হয়েছে ১২৩ জনের। এদিনের মৃতের সংখ্যার হাত ধরে দেশে মোট করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লক্ষ ৫৩ হাজার ৮৪৭ জন। ১.৪৪ শতাংশ মৃত্যুর হার রয়েছে দেশে।

এদিকে গত একদিনে দেশে রাজ্য ভিত্তিক যে মৃতের সংখ্যার খতিয়ান সামনে এসেছে তাতে করোনায় মৃত্যুর নিরিখে পশ্চিমবঙ্গ পঞ্চম স্থানে রয়েছে।

গত একদিনে মহারাষ্ট্রে মৃত্যু হয়েছে ৩২ জনের। কেরালায় মৃত্যু হয়েছে ২০ জনের। পঞ্জাবে মৃত্যু হয়েছে ১০ জনের। দিল্লিতে মৃত্যু হয়েছে ৯ জনের। পশ্চিমবঙ্গে মৃত্যু হয়েছে ৮ জনের।

কেরালায় দৈনিক সংক্রমণ এখন দেশের মধ্যে সর্বাধিক। মহারাষ্ট্রকে সংক্রমণের নিরিখে অনেক পিছনে ফেলে দিয়েছে এই দাক্ষিণাত্যের রাজ্য।

করোনা রোগী ও মৃত্যু যেমন বেড়ে চলেছে তেমনই অন্যদিকে তাল মিলিয়ে বাড়ছে সুস্থ হয়ে ওঠার হার। গত ২৪ ঘণ্টায় করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ১৪ হাজার ৩০১ জন।

যার হাত ধরে দেশে করোনাকে হারিয়ে সুস্থ হয়ে ওঠা মানুষের মোট সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৩ লক্ষ ৭৩ হাজার ৬০৬ জন। দেশে সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৯৬.৯৪ শতাংশে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More