Kolkata

রাজ্যে করোনায় মৃত্যু ৮ হাজার পার করল

রাজ্যে করোনায় প্রাত্যহিক মৃত্যু ঘুরছে ৫০-এর ঘরে। এবার রাজ্যে মোট করোনায় মৃত্যু পার করে গেল ৮ হাজারের অঙ্ক। এখনও প্রতিদিনই বেড়ে চলেছে মৃত্যু।

কলকাতা : এ রাজ্যে সংক্রমণ অক্টোবর ও নভেম্বরে বেড়েছে। দৈনিক মৃত্যুও প্রায় একই জায়গায় ঘোরাফেরা করেছে। কখনও এক-দুজন বেশি তো কখনও এক-দুজন কম। অক্টোবরের পর নভেম্বরেও ছবিটা প্রায় একই থেকেছে। এদিন তা ৮ হাজার অঙ্ক পার করে গেল।

এদিকে ৪ হাজারের ওপর চলে যাওয়া সংক্রমণ এখন সাড়ে ৩ হাজারের ওপর ঘোরাফেরা করছে। ৩ হাজার ৫৯১ জন নতুন রোগী পাওয়া গিয়েছে গত একদিনে।


আকর্ষণীয় খবর পড়তে ডাউনলোড করুন নীলকণ্ঠ.in অ্যাপ

গত একদিনে নমুনা পরীক্ষা হয়েছে ৪৪ হাজার ৬৫৩টি। রাজ্যে মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪ লক্ষ ৫৬ হাজার ৩৬১ জন। যার মধ্যে অ্যাকটিভ রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ২৫ হাজার ২০৭ জন।

রাজ্যে করোনায় মৃত্যু প্রতিদিনই বাড়ছে। টানা ৫০-এর ঘরেই ঘুরে বেড়াচ্ছে মৃত্যু। গত একদিনে মৃত্যু হয়েছে ৪৯ জনের। আগের দিনের চেয়ে ৪ জন কম মানুষের প্রাণ গেছে করোনায়।

এদিনের মৃতের সংখ্যার হাত ধরে রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা ৮ হাজার পার করল। সংখ্যাটা দাঁড়িয়েছে ৮ হাজার ২৫ জন। গত একদিনে যে ৪৯ জন প্রাণ হারিয়েছেন তাঁদের মধ্যে কলকাতায় প্রাণ হারিয়েছেন ১৫ জন। উত্তর ২৪ পরগনায় প্রাণ হারিয়েছেন ১২ জন।

কলকাতা ও উত্তর ২৪ পরগনা বাদ দিলে হাওড়ায় ৪ জন, দক্ষিণ ২৪ পরগনায় ৪ জন, হুগলিতে ৩ জন এবং পূর্ব মেদিনীপুরে ৩ জন মানুষের প্রাণ গেছে করোনায়।

করোনায় ২ জন করে মানুষের প্রাণ গেছে কোচবিহার, দার্জিলিং ও জলপাইগুড়িতে। এছাড়া দক্ষিণ দিনাজপুর ও পূর্ব বর্ধমানে ১ জন করে মানুষের প্রাণ গেছে করোনায়।

রাজ্যে একই সঙ্গে বহু রোগী সুস্থ হয়ে ফিরছেন। গত একদিনে ৩ হাজার ৭২৬ জন করোনা রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। রাজ্যে করোনামুক্ত মানুষের মোট সংখ্যাটা দাঁড়িয়েছে ৪ লক্ষ ২৩ হাজার ১২৯ জন।

এদিন এত মানুষ সুস্থ হয়ে ওঠায় রাজ্যে সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৯২.৭২ শতাংশ। — রাজ্যসরকারের স্বাস্থ্য দফতরের দৈনিক বুলেটিন-এর সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *