Kolkata

রাজ্যে সংক্রমিতের সংখ্যা ৩ লক্ষ পার করল

রাজ্যে গত একদিনে করোনায় প্রাণ হারালেন ৬২ জন। রাজ্যে মোট সংক্রমিতের সংখ্যা এদিন ৩ লক্ষ পার করল। সংক্রমিতের সংখ্যা পুজোর মুখে উর্ধ্বমুখী।

কলকাতা : রাজ্যে করোনা রোগীর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। রাজ্যে গত কয়েকদিনে প্রতিদিনই একটু একটু করে সংক্রমণ বেড়েছে। ৩ হাজার ৬৩১ জন নতুন রোগী পাওয়া গিয়েছে গত একদিনে।

যত উৎসব এগোচ্ছে ততই সংক্রমণের একটা উর্ধ্বমুখী প্রবণতা বজায় রয়েছে। গত একদিনে নমুনা পরীক্ষা তার আগের দিনের তুলনায় কিছুটা আবার বেড়েছে। নমুনা পরীক্ষা হয়েছে ৪২ হাজার ২৩৭টি।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

এ রাজ্যে অবশ্য নমুনা পরীক্ষা কম বা বেশির সঙ্গে দৈনিক নতুন পাওয়া সংক্রমণের সংখ্যার কোনও ফারাক হচ্ছেনা। সংখ্যাটা বরং কিছুটা হলেও বাড়ছে।

রাজ্যে মোট রোগীর সংখ্যা এদিন ৩ লক্ষ পার করেছে। দাঁড়িয়েছে ৩ লক্ষ ২ হাজার ২০ জন। যার মধ্যে অ্যাকটিভ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩০ হাজার ৯৮৮ জন।

রাজ্যে করোনায় মৃত্যু প্রতিদিনই বাড়ছে। গত একদিনে করোনায় মৃত্যু হয়েছে ৬২ জনের। আগের দিনের চেয়ে ২ জন বেশি। রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৭৪৪ জন।

গত একদিনে যে ৬২ জন প্রাণ হারিয়েছেন তাঁদের মধ্যে কলকাতায় প্রাণ হারিয়েছেন ১৮ জন। উত্তর ২৪ পরগনায় প্রাণ হারিয়েছেন ১৪ জন।

কলকাতা ও উত্তর ২৪ পরগনা বাদ দিলে হাওড়ায় ৮ জন, দক্ষিণ ২৪ পরগনায় ৫ জন, হুগলিতে ৪ জন এবং জলপাইগুড়িতে ৩ জনের মৃত্যু হয়েছে করোনায়।

পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ২ জন করে ব্যক্তির প্রাণ কেড়েছে করোনা। এছাড়া আলিপুরদুয়ার, দার্জিলিং, মালদা, মুর্শিদাবাদ, পুরুলিয়া ও পশ্চিম বর্ধমানে ১ জন করে মানুষের প্রাণ গেছে করোনায়।

রাজ্যে একই সঙ্গে বহু রোগী সুস্থ হয়ে ফিরছেন। গত একদিনে ৩ হাজার ১৮৫ জন করোনা রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। ফলে রাজ্যে করোনামুক্ত মানুষের সংখ্যাটা দাঁড়িয়েছে ২ লক্ষ ৬৫ হাজার ২৮৮ জন।

যদিও এদিন এত মানুষ সুস্থ হয়ে ওঠার পরও সুস্থতার হার গত দিনের জায়গাতেই রয়ে গিয়েছে। রয়েছে ৮৭.৮৪ শতাংশে। এই নিয়ে পরপর ৩ দিন একই জায়গায় রইল সুস্থতার হার। — রাজ্যসরকারের স্বাস্থ্য দফতরের দৈনিক বুলেটিন-এর সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *