Kolkata

রাজ্যে সুস্থতার হার আরও কমল

রাজ্যে গত একদিনে করোনায় প্রাণ হারালেন ৬২ জন। দৈনিক সংক্রমণ এখন প্রতিদিনই একটু একটু করে বাড়ছে। গত ৪ দিনে সুস্থতার হার কমেছে।

কলকাতা : রাজ্যে করোনা রোগীর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। গত একদিনেও সেই ৩ হাজারের উপরই মিলল সংক্রমিতের হদিশ।

রাজ্যে গত কয়েকদিনে প্রতিদিনই একটু একটু করে সংক্রমণ বাড়ছে। ৩ হাজার ৫৯১ জন নতুন রোগী পাওয়া গিয়েছে গত একদিনে।

সংক্রমণের একটা উর্ধ্বমুখী প্রবণতা রয়েছে। গত একদিনে নমুনা পরীক্ষা প্রায় একই রয়ে গেছে। নমুনা পরীক্ষা হয়েছে ৪২ হাজার ৮৫৫টি।

এ রাজ্যে অবশ্য নমুনা পরীক্ষা কম বা বেশির সঙ্গে দৈনিক নতুন পাওয়া সংক্রমণের সংখ্যার কোনও ফারাক হচ্ছেনা। সংখ্যাটা বরং কিছুটা হলেও বাড়ছে।

রাজ্যে মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লক্ষ ৯১ হাজার ১৯৪ জন। যার মধ্যে অ্যাকটিভ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৭৯৩ জন।

রাজ্যে করোনায় মৃত্যু প্রতিদিনই বাড়ছে। গত একদিনে করোনায় মৃত্যু হয়েছে ৬২ জনের। আগের দিনও একই সংখ্যক মানুষের মৃত্যু হয়েছিল।

রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৫৬৩ জন।

গত একদিনে যে ৬২ জন প্রাণ হারিয়েছেন তাঁদের মধ্যে কলকাতায় প্রাণ হারিয়েছেন ২০ জন। উত্তর ২৪ পরগনায় প্রাণ হারিয়েছেন ১২ জন।

কলকাতা ও উত্তর ২৪ পরগনা বাদ দিলে হাওড়ায় মৃত্যু হয়েছে ৯ জনের, দক্ষিণ ২৪ পরগনায় ৭ জন, পূর্ব মেদিনীপুরে ৩ জন ও পশ্চিম বর্ধমানে ২ জনের মৃত্যু হয়েছে।

দার্জিলিং ও বাঁকুড়ায় ২ জন মানুষের মৃত্যু হয়েছে। এছাড়া কোচবিহার, দার্জিলিং, উত্তর দিনাজপুর, মালদা, বীরভূম, নদিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর ও পূর্ব বর্ধমানে ১ জন করে মানুষের প্রাণ গেছে করোনায়।

রাজ্যে একই সঙ্গে বহু রোগী সুস্থ হয়ে ফিরছেন। গত একদিনে ৩ হাজার ৩২ জন করোনা রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন।

ফলে রাজ্যে করোনামুক্ত মানুষের সংখ্যাটা দাঁড়িয়েছে ২ লক্ষ ৫৫ হাজার ৮৩৮ জন। যদিও এদিন এত মানুষ সুস্থ হয়ে ওঠার পরও সুস্থতার হার অতি সামান্য হলেও কমেছে।

রাজ্যে টানা ৪ দিন সুস্থতার হার কমল। যা এদিন কমে দাঁড়িয়েছে ৮৭.৮৬ শতাংশে। — রাজ্যসরকারের স্বাস্থ্য দফতরের দৈনিক বুলেটিন-এর সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *