Kolkata

একদিনে মৃত ৪৫, রাজ্যে ৭৫ শতাংশ পার করল সুস্থতার হার

রাজ্যে সুস্থতার হার ৭৫ শতাংশ পার করল। অবশ্যই এটা রাজ্যবাসীর জন্য ভাল খবর।

কলকাতা : রাজ্যে বেড়েই চলেছে করোনা রোগীর সংখ্যা। প্রতিদিনই তা কিছু কিছু করে বাড়ছে। গত একদিনে ৩ হাজার ৮০ জনের দেহে করোনা ধরা পড়েছে। গত একদিনে নমুনা পরীক্ষা হয়েছে ৩২ হাজার ৩১৯টি। তারমধ্যে ৩ হাজার ৮০ জনের দেহে করোনার হদিশ মিলেছে। ফলে আগের দিনের সঙ্গে নতুন রোগী বৃদ্ধি বা নমুনা পরীক্ষার সংখ্যা প্রায় মিলে গেছে এদিনও। রাজ্যে এখন মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ১ লক্ষ ১৯ হাজার ৫৭৮ জন। যার মধ্যে অ্যাকটিভ রোগীর সংখ্যা ২৭ হাজার ৪০২ জন।

রাজ্যে করোনায় মৃত্যুও বাড়ছে। গত একদিনে রাজ্যে ৪৫ জন করোনায় প্রাণ হারিয়েছেন। যা আগের দিনের তুলনায় ৬ জন কম। উল্লেখ্য যে গত কয়েকদিন কিছু কিছু করে কমেছে দৈনিক মৃত্যু। গত একদিনে তা আবার ৪০-এর ঘরে ফিরেও এসেছে। যার হাত ধরে এদিন রাজ্যে মোট করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৪৭৩ জন। গত একদিনে যে ৪৫ জন প্রাণ হারিয়েছেন তাঁদের মধ্যে শুধু কলকাতাতেই প্রাণ হারিয়েছেন ২৩ জন।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

কলকাতা ছাড়া উত্তর ২৪ পরগনা ও হুগলিতে প্রাণ হারিয়েছেন ৪ জন করে। ৩ জন প্রাণ হারিয়েছেন পশ্চিম মেদিনীপুরে। ২ জন করে মানুষের মৃত্যু হয়েছে দার্জিলিং, নদিয়া, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান ও হাওড়ায়। বীরভূমে ১ জনের মৃত্যু হয়েছে করোনায়। রাজ্যের মধ্যে বাঁকুড়াই একমাত্র জেলা যেখানে এখনও করোনা কোনও প্রাণ কাড়তে পারেনি।

রাজ্যে একই সঙ্গে বহু রোগী সুস্থ হয়ে ফিরছেন। গত একদিনে ২ হাজার ৯৩২ জন করোনা রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। রাজ্যে এখন করোনামুক্ত মানুষের মোট সংখ্যা ৮৯ হাজার পার করে গেছে। মোট সংখ্যা দাঁড়িয়েছে ৮৯ হাজার ৭০৩ জন। যার হাত ধরে রাজ্যে সুস্থতার হার আরও বেড়েছে। রাজ্যে এদিন সুস্থতার হার ৭৫ শতাংশের ঘরে ঢুকে পড়েছে। রাজ্যে এখন সুস্থতার হার দাঁড়িয়েছে ৭৫.০২ শতাংশ। যা অবশ্যই রাজ্যবাসীর জন্য কিছুটা হলেও স্বস্তির। — রাজ্যসরকারের স্বাস্থ্য দফতরের দৈনিক বুলেটিন-এর সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *