Kolkata

মোট সংখ্যা ৭০ হাজার পার, রাজ্যে সুস্থতার হার আরও বাড়ল

রাজ্যে মোট করোনা সংক্রমণ ৭০ হাজার পার করে গেল। তবে সুস্থতার হারও বাড়ল।

কলকাতা : রাজ্যে করোনা সংক্রমণ দৈনিক মোটামুটি একই জায়গায় ঘুরছে। নমুনা পরীক্ষা ১ হাজার করে বাড়ছে। তুলনায় সংক্রমণ গত একদিনেও আড়াই হাজারের কাছেই ঘুরছে। এটা কিছুটা ভাল ইঙ্গিত। গত একদিনে রাজ্যে নতুন করে সংক্রমিত হয়েছেন ২ হাজার ৪৯৬ জন। আড়াই হাজার সংক্রমণ বলা যেতেই পারে। কিন্তু গত দিনের তুলনায় নমুনা পরীক্ষা ১ হাজার বেড়েছে। গত একদিনে ১৯ হাজার ৩টি নমুনা পরীক্ষা করে এই সংক্রমিতের সংখ্যা পাওয়া গিয়েছে। ফলে রাজ্যে এখন মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়াল ৭০ হাজার ১৮৮ জন। যার মধ্যে অ্যাকটিভ রোগীর সংখ্যা ২০ হাজার ২৩৩ জন।

রাজ্যে সংক্রমণের পাশাপাশি বাড়ছে মৃত্যুও। গত একদিনে রাজ্যে ৪৫ জন মানুষের মৃত্যু হয়েছে। তার আগের দিন ৪৬ জনের মৃত্যু হয়েছিল। ফলে রাজ্যে এখন মোট করোনায় মৃতের সংখ্যা দাঁড়াল ১ হাজার ৫৮১ জন। গত একদিনে যে ৪৫ জনের মৃত্যু হয়েছে তার মধ্যে কলকাতায় মারা গেছেন ২১ জন। এছাড়া উত্তর ২৪ পরগনায় মৃত্যু হয়েছে ১৩ জনের। মৃত্যু ও সংক্রমণের নিরিখে জেলা ভিত্তিক হিসাবে কলকাতার পর দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা। এছাড়া দক্ষিণ ২৪ পরগনায় ৩ জন, হাওড়ায় ২ জন, হুগলিতে ২ জন, মুর্শিদাবাদে ২ জন মারা গিয়েছেন। এদিকে আলিপুরদুয়ার, মালদা ও নদিয়ায় ১ জন করে ব্যক্তি প্রাণ হারিয়েছেন করোনায়।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

সংক্রমণ ও মৃত্যুর পাশাপাশি নজরকাড়া ভাবে রাজ্যে বাড়ছে সুস্থতার হার। প্রতিদিনই তা বেড়ে চলেছে। এটা যথেষ্ট সদর্থক বার্তা দিচ্ছে রাজ্যবাসীকে। গত একদিনে রাজ্যে সুস্থ হয়ে উঠেছেন ২ হাজার ১১৮ জন। যারফলে রাজ্যে মোট করোনা মুক্ত মানুষের সংখ্যা দাঁড়াল ৪৮ হাজার ৩৭৪ জন। এদিন সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৬৮.৯২ শতাংশ। — রাজ্যসরকারের স্বাস্থ্য দফতরের দৈনিক বুলেটিন-এর সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *