State

আটকানো হল গাড়ি, পুলিশের ওপর ক্ষুব্ধ বিজেপি নেতা সায়ন্তন বসু

বিজেপি নেতা সায়ন্তন বসুকে রাতুলিয়ায় কাছে আটকানোকে কেন্দ্র করে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ। ক্ষুব্ধ সায়ন্তন বসু।

কলকাতা : তিনি যেতে চাইছিলেন সাতমাইলে তাঁর দলীয় কার্যালয়ে। সেখানে দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক করতে যাচ্ছিলেন তিনি। সেখান থেকে তাঁর পূর্ব মেদিনীপুরের রামনগরে মৃত বিজেপি কর্মীর বাড়িতে যাওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই পূর্ব মেদিনীপুরের রাতুলিয়ায় তাঁকে আটকে দেওয়া হয়। এমনই অভিযোগ করেছেন বিজেপি নেতা সায়ন্তন বসু। এদিন তাঁকে পুলিশ আটকে দিলে পুলিশের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা কাটাকাটি হয়। বিজেপি কর্মীরা রাস্তাতেই দাঁড়িয়ে স্লোগান দিতে থাকেন।

সায়ন্তন বসুকে এগোতে না দেওয়ায় কারণ হিসাবে তাঁকে পুলিশের তরফে জানানো হয় ১৪৪ ধারা থাকায় তাঁকে এগোতে দেওয়া যাচ্ছেনা। যদিও সায়ন্তনবাবু পাল্টা দাবি করেন, তিনি যেখানে যাচ্ছেন সেখানে তো ১৪৪ ধারা নেই। তাহলে সেখানে তাঁকে যেতে দেওয়া হচ্ছেনা কেন? তিনি অভিযোগ করেন তিনি কোথাও যেতে গেলেই সেখানে তাঁকে আগে থেকে আটকে দেওয়া হয়। তিনি বেশ কিছুক্ষণ গাড়িতেই বসে থাকেন।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

পূর্ব মেদিনীপুরের রামনগরে গত বুধবার এক বিজেপি কর্মী নিখোঁজ হয়ে যান। পরে তাঁর দেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয়। যা নিয়ে চাপানউতোর শুরু হয়। বিজেপি দাবি করে তাঁদের ওই কর্মীকে হত্যা করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। অভিযোগের আঙুল ছিল তৃণমূলের দিকে। যদিও তৃণমূল সেই অভিযোগ অস্বীকার করে। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাপা উত্তেজনা তৈরি হয়।

শুক্রবার বিজেপি নেতা সায়ন্তন বসুর পূর্ণচন্দ্র দাস নামে মৃত ওই বিজেপি বুথ সভাপতির বাড়িতে যাওয়ার কথা ছিল। সেখানে মৃতের পরিবারের সঙ্গে দেখা করার কথা ছিল তাঁর। কিন্তু তার অনেক আগেই আটকে যায় তাঁর গাড়ি। সায়ন্তনবাবুর দাবি পুলিশ চক্রান্ত করে তাঁকে আটকে দিয়েছে। তাঁকে পার্টি অফিসে পর্যন্ত যেতে দিল না পুলিশ।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *