Kolkata

রাজ্যে একদিনে সংক্রমিত ৪৭৫, মৃত্যু ছাড়াল ৬০০

রাজ্যে একদিনে করোনা সংক্রমিত ৪৭৫ জন। এযাবৎ একদিনে রাজ্যে সবচেয়ে বেশি সংক্রমণ।

কলকাতা : দেশেও দৈনিক সংক্রমণ রেকর্ড গড়ছে। রাজ্যেও এদিন দৈনিক সংক্রমণ রেকর্ড গড়ল। একদিনে রাজ্যে নতুন করে আক্রান্ত ৪৭৫ জন। যা এযাবতকালে হয়নি। ৯ হাজার ৪৯২টি নমুনা পরীক্ষা করে ৪৭৫ জনকে করোনা সংক্রমিত অবস্থায় পাওয়া গিয়েছে। যার হাত ধরে রাজ্যে করোনা সংক্রমিতের সংখ্যা ১৫ হাজার ৬৭৮-এ পৌঁছে গেল। প্রসঙ্গত, মাত্র ১ দিন হয়েছে সংক্রমিতের সংখ্যা ১৫ হাজার পার করেছে রাজ্যে।

সংক্রমিতের পাশাপাশি রাজ্যে করোনায় মৃত্যুও প্রতিদিনই বাড়ছে। বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত দেওয়া তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা প্রাণ কেড়েছ ১৫ জনের। যারমধ্যে কলকাতায় মৃত্যু হয়েছে ৬ জনের। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা ও দার্জিলিংয়ে ২ জন করে মানুষের প্রাণ গেছে। উত্তর দিনাজপুর, পশ্চিম মেদিনীপুর এবং হুগলিতে ১ জন করে ব্যক্তির প্রাণ কেড়েছে করোনা।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

একদিনে ১৫ জনের মৃত্যুর হাত ধরে এদিন রাজ্যে করোনায় মৃতের সংখ্যা ৬০০-র গণ্ডি পার করে গেল। রাজ্যে এখন করোনায় মৃতের সংখ্যা ৬০৬। এদিকে সংক্রমণ ও মৃত্যুর পাশাপাশি করোনা থেকে সুস্থও হয়ে উঠছেন মানুষ। গত একদিনে ৪৮৮ জন করোনামুক্ত হয়ে বাড়ি ফিরেছেন। ফলে রাজ্যে করোনামুক্ত হয়ে ফেরার সংখ্যা গিয়ে দাঁড়াল ১০ হাজার ১৯০ জনে। এদিন ১০ হাজার পার করল সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা। সুস্থতার হার ৬৫.১২ শতাংশ।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *