Kolkata

রাজ্যে করোনাকে হারিয়ে সুস্থতার হার ৬২ শতাংশ ছাড়াল

রাজ্যে করোনায় সংক্রমণ ও মৃত্যু অব্যাহত। তবে সুস্থতার হারও উল্লেখযোগ্যভাবে বাড়ছে।


কলকাতা : রাজ্যে মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৩৭০ জন নতুন করে করোনা সংক্রমণের শিকার হয়েছেন। ৯ হাজার ৪২৩টি নমুনা পরীক্ষা করে ৩৭০ জনের দেহে করোনার অস্তিত্ব পাওয়া গেছে। ফলে রাজ্যে মোট সংক্রমিতের সংখ্যা পৌঁছে গেল ১৪ হাজার ৭২৮ জনে। যার মধ্যে অ্যাকটিভ রোগীর সংখ্যা ৪ হাজার ৯৩০ জন।


সংক্রমণ বৃদ্ধির পাশাপাশি রাজ্যে করোনায় ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১১ জনের। ফলে রাজ্যে এখন করোনায় মৃতের সংখ্যা গিয়ে দাঁড়াল ৫৮০ জনে। এদিন মৃত ১১ জনের মধ্যে ৩ জনের মৃত্যু হয়েছে কলকাতায়। উত্তর ২৪ পরগনাতেও ৩ জনের প্রাণ কেড়েছে করোনা। হাওড়ায় মৃত্যু হয়েছে ৪ জনের। পূর্ব মেদিনীপুরে ১ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে।


রাজ্যে করোনায় সংক্রমণ ও মৃত্যু বাড়ার পাশাপাশি রাজ্যে করোনাকে হারিয়ে সুস্থ হয়ে ওঠার হারও বেড়ে চলেছে। যা কোথাও গিয়ে রাজ্যবাসীর জন্য স্বস্তির। মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় রাজ্যে ৫৩১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। যার হাত ধরে রাজ্যে করোনা থেকে সুস্থ হয়ে ওঠার সংখ্যা দাঁড়াল ৯ হাজার ২১৮ জন। শতাংশের হিসাবে রাজ্যে ৬২.৫৮ শতাংশ মানুষ সুস্থ হয়ে উঠেছেন।




Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *