National

গণ্ডার বা বাঘ নয়, বিরল রংয়ে আরও রঙিন কাজিরাঙার জঙ্গল

কাজিরাঙার জঙ্গল বললেই সকলের চোখের সামনে ভেসে ওঠে একশৃঙ্গ গণ্ডার। সেই সঙ্গে আরও নানা জন্তু জানোয়ার। এবার কিন্তু একদম অন্য কারণে রঙিন হল কাজিরাঙা।

অসমের কাজিরাঙা জঙ্গল। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ তকমা পাওয়া এ জঙ্গলে দেশ বিদেশ থেকে মানুষ ছুটে আসেন বন্য প্রাণের টানে। গণ্ডার, বাঘ, হাতি, হরিণ সহ নানারকমের পশুপাখি এ জঙ্গলকে পর্যটকদের স্বর্গরাজ্যে পরিণত করেছে।

যাঁরা জঙ্গল, বন্য প্রাণ ভালবাসেন তাঁদের কাছে কাজিরাঙার জঙ্গলে বেড়ানো একটা স্বপ্ন। তবে কাজিরাঙাকে মানুষ যেজন্য চেনেন তা ছাড়াও যে সে এত রঙিন তা আগে জানা ছিলনা।


এ জঙ্গলে একটি সার্ভে সেই অজানা কাজিরাঙাকে সামনে তুলে আনল। যা এতটাই রঙিন যে চোখ ফেরানো যাবেনা। কি পাওয়া গেল কাজিরাঙায়?

কাজিরাঙার জঙ্গলের আনাচকানাচ ঘুরে সেখানে ৭০ রকমের অর্কিডের দেখা পেয়েছেন বিশেষজ্ঞেরা। যার মধ্যে এমনও অর্কিড রয়েছে যা অতি বিরল প্রজাতির। আবার এমনও অর্কিড রয়েছে যা অসমের জঙ্গলে দেখতে পাওয়া যায়না।


বিরল প্রজাতির অর্কিড সহ ৭০ রকম অর্কিডের বিশাল সম্ভার পাওয়া গিয়েছে জঙ্গলের মধ্যে দিয়ে বয়ে যাওয়া নদীর ধার ও গভীর জঙ্গলের মাটির ধারেকাছে। যেমন এদের রং বাহার, তেমনই তাদের রূপ।

অর্কিড সর্বদাই সুন্দর। চোখ আটকে যায় অর্কিডের দিকে চাইলে। কাজিরাঙার জঙ্গলে যে এতরকম অর্কিডের সম্ভার ছড়িয়ে আছে তা কাজিরাঙা ন্যাশনাল পার্ক অ্যান্ড টাইগার রিজার্ভ-এর আধিকারিকরাও জানতেন না।

কাজিরাঙাকে পশুপাখির জন্য চেনা, গাছপালা ঘেরা ঘন জঙ্গলের জন্য চেনা, কিন্তু সে জঙ্গল যে অর্কিডের বাহারে কতটা রঙিন তা এতদিন পরিস্কার ছিলনা। এবার হল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button