National

গণ্ডারের ডেরায় মানুষের ভিড় আরও বাড়াতে চলেছে চেনা পাতা

গণ্ডারের ডেরায় ক্রমশ মানুষের ভিড় বাড়ছে। অন্তত তাই দেখা যাচ্ছে। সেই ভিড় আরও বাড়াতে চলেছে চেনা পাতা। অন্তত তাই মনে করা হচ্ছে।

গণ্ডারের নিশ্চিন্ত ডেরায় মানুষের ভিড় বাড়ছে। খতিয়ান তাই বলছে। তাতে অবশ্য গণ্ডারদের কিছু যায় আসেনা। তারা একটি শিং নিয়ে দিব্যি ঘুরে বেড়াচ্ছে অরণ্যের চেনা অলিগলিতে। মানুষ তাদের দেখতেই মূলত এখানে হাজির হন। তবে মানুষকে আরও বেশি করে টেনে আনতে আরও নানা আকর্ষণের থালি সাজানো হয়েছে এবং হচ্ছে।

এই অভিনব উদ্যোগ কাজেও লেগেছে। কাজিরাঙা জাতীয় উদ্যানে গতবারের তুলনায় এবার ভিড় অনেকটাই বেড়েছে। কাজির রংহাংপি গল্প, কোহোরাতে সাইকেল চালনা, পানপুর জিপ সাফারি এবং বিশ্বনাথ ওয়াইল্ড লাইফ ডিভিশনে নৌকায় করে জলে ভেসে পড়া।

গণ্ডারের দর্শন, কাজিরাঙার চোখ জুড়নো জঙ্গল, প্রাকৃতিক সৌন্দর্য ছাড়াও এসব আকর্ষণ পর্যটকদের আরও বেশি করে টেনে আনছে এখানে। এবার সেই তালিকায় যুক্ত হচ্ছে এক চেনা পাতার দর্শন।

চা পাতার বাগানও ঘুরিয়ে দেখানোর পরিকল্পনা করেছে কাজিরাঙা জাতীয় উদ্যান ও ব্যাঘ্র সংরক্ষণ সংস্থা। তাদের নিশ্চিত বিশ্বাস চা বাগান ঘুরিয়ে দেখানোর হাতছানি আরও পর্যটককে কাজিরাঙায় ঘুরতে আসায় আকর্ষিত করবে।


অক্টোবর থেকে জানুয়ারি পর্যন্ত গতবারের তুলনায় এবার ১০ লক্ষ টাকা বেশি রোজগার করেছে এই জাতীয় উদ্যান। একবার চা বাগান ঘুরিয়ে দেখানো শুরু হয়ে গেলে এই রোজগার আরও বাড়বে বলেই মনে করছে তারা।

কাজিরাঙায় ঘুরতে যাওয়ার পিছনে পর্যটকদের আরও এক আকর্ষণ হল এখানকার প্রচুর প্রজাতির রংবেরংয়ের পাখি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button