Entertainment

প্রথম ভারতীয় পরিচালক হিসেবে মাদাম তুসোয় ঠাঁই পাচ্ছেন করণ জোহর


প্রথম ভারতীয় পরিচালক হিসেবে এক অনন্য কৃতিত্বের দাবিদার হলেন তিনি। খুব শীঘ্রই মাদাম তুসো ওয়্যাক্স মিউজিয়ামে জায়গা পেতে চলেছেন বলিউড পরিচালক করণ জোহর। সবকিছু ঠিকঠাক চললে আগামী বছরেই পরিচালকের মোমের মূর্তি প্রকাশ্যে আসতে চলেছে মাদাম তুসোতে। অমিতাভ বচ্চন, শাহরুখ খান, সলমন খান, ঐশ্বর্যসহ এক ঝাঁক বলিউড তারকার ঠিক পাশে ঠাঁই পেতে চলেছেন করণ। এমন গর্বের খবর আর নিজের মধ্যে চেপে রাখতে পারেননি পরিচালক। নিজের ইন্সটাগ্রাম একাউন্টে সম্প্রতি সেই খুশির সংবাদ ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন করণ জোহর। মূর্তি বানাতে প্রয়োজন পরিচালকের শরীরের নিখুঁত মাপ। তাই গত সপ্তাহে লন্ডন থেকে মুম্বইয়ের জুহুতে পরিচালকের বাড়িতে বিশেষজ্ঞদের পাঠায় মাদাম তুসো কর্তৃপক্ষ। মাপজোখের পালা শেষ। এখন শুধু অপেক্ষা প্রথম ভারতীয় চলচ্চিত্র নির্মাতা হিসেবে মাদাম তুসোয় করণ জোহরের সামনে আসার।


২০ বছরের কেরিয়ারে বলিউডকে বহু হিট ছবি উপহার দিয়েছেন করণ। যার মধ্যে অন্যতম তাঁর প্রথম সুপারহিট ছবি ‘কুছ কুছ হোতা হ্যায়’। এছাড়া পরিচালকের সাফল্যের ঝুলিতে আছে ‘কভি খুশি কভি গম’, ‘মাই নেম ইজ খান’, ‘স্টুডেন্ট অফ দি ইয়ার’, ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এর মত ছবি। পরিচালনার পাশাপাশি খুচরো অভিনয় যেমন তিনি করেছেন, তেমনই হিট ছবির প্রযোজনার দায়িত্ব সামলেছেন করণ জোহর। যার মধ্যে ‘কাল হো না হো’, ‘দোস্তানা’, ‘অগ্নিপথ’, ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’, ‘বদ্রীনাথ কি দুলহানিয়া’-র নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। বহু বছরের প্রচেষ্টায় করণ গড়ে তুলেছেন নিজস্ব স্টাইল স্টেটমেন্ট। ভারতীয় দর্শক তো বটেই, ভিন দেশের দর্শকরাও গুণমুগ্ধ তাঁর পরিচালনার। যুব প্রজন্মের কাছে তিনি একজন আইকন।


(ছবি – সৌজন্যে – ইন্সটাগ্রাম)
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *