World

৬ সপ্তাহের মধ্যে একদিনে সর্বনিম্ন ইতালিতে করোনায় মৃত্যু

ইউরোপে যে দেশটি সবচেয়ে ভয়ংকরভাবে করোনা বিধ্বস্ত হয়েছে সেই ইতালিতে সামান্য হলেও স্বস্তির খবর। শেষ ৬ সপ্তাহে গত শনিবার একদিনে করোনায় মৃত্যুর সংখ্যা সবচেয়ে কম হয়েছে।

করোনার প্রাণঘাতী প্রভাব সবচেয়ে বেশি পড়েছে ইউরোপ ও আমেরিকায়। ইউরোপের দেশগুলির মধ্যে ইতালির অবস্থা সবচেয়ে খারাপ। ইউরোপের দেশগুলির মধ্যে ইতালিতেই এখনও পর্যন্ত সবচেয়ে বেশি মানুষ করোনায় মৃত্যুর শিকার হয়েছেন। আক্রান্ত প্রায় ২ লক্ষ। এই অবস্থায় সামান্য আশার কিরণের মত ১৮ মার্চ থেকে গত ৬ সপ্তাহে ইতালিতে গত শনিবারই সবচেয়ে কম সংখ্যক মানুষের মৃত্যু হল।

গত শনিবার ইতালিতে একদিনে করোনায় মৃত্যু হয়েছে ৪১৫ জনের। এটাই গত ৬ সপ্তাহে প্রাত্যহিক হিসাবে সবচেয়ে কম মৃত্যু ইতালিতে। গত শুক্রবার মৃত্যু হয়েছিল ৪২০ জনের। তার থেকে ৫ জন কমে শনিবার তা দাঁড়াল ৪১৫-তে। সংখ্যার নিরিখে একদিনে ৪১৫ জনের মৃত্যু কম কথা নয়। কিন্তু ইতালির যে পরিস্থিতি হয়েছিল। যেভাবে সেখানে দিনের পর দিন হাজার দেড় হাজার মানুষের মৃত্যু দৈনন্দিন হিসাবে গা সওয়া হয়ে গিয়েছিল সেই সাংঘাতিক পরিস্থিতির তুলনায় ৪১৫ মৃত্যু ইতালিকে স্বস্তি দিয়েছে।


আকর্ষণীয় খবর পড়তে ডাউনলোড করুন নীলকণ্ঠ.in অ্যাপ

ইতালিতে করোনা ভয়ংকর চেহারা নিলেও এতদিন লকডাউনে থাকা ওই দেশে এবার আস্তে আস্তে সব খোলার দিকে নজর দিচ্ছে সরকার। ইতালি সরকার আগেই ঘোষণা করেছে সেখানে ৩ মে পর্যন্ত লকডাউন বজায় থাকবে। তারপর আস্তে আস্তে সামাজিক, অর্থনৈতিক কাজকর্ম শুরু হয়ে যাবে। এখনও পর্যন্ত এই সিদ্ধান্ত বজায় রেখেছে ইতালি সরকার। ফলে সরকার সিদ্ধান্ত পরিবর্তন না করলে ৩ মে লকডাউন শেষ হচ্ছে ইতালিতে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *