World

মাটি খুঁড়তেই উঁকি দিল ২ হাজার বছর পুরনো জলাধার

এও এক অনন্য আবিষ্কার। যা মাটির তলায় লুকিয়ে ছিল। অবশেষে উঁকি দিল মাটির তলায় লুকিয়ে থাকা গোটা শহরে জল সরবরাহের জলাধার।

পৃথিবীর মাটির তলায় যে এখনও অগুন্তি রহস্য লুকিয়ে আছে তা নিয়ে দ্বিমত থাকতে পারেনা। মাটি খুঁড়ে কখনও তা বার করে আনেন প্রত্নতাত্ত্বিকরা। আবার কখনও সাধারণ মানুষের নজরে পড়ে যায় অনেক রহস্য।

মাটির তলায় লুকিয়ে থাকা এমনই একটি জলাধারের খোঁজ পেলেন প্রত্নতাত্ত্বিকরা। মাটি খুঁড়ে সেই জলাধারের একটা অংশকে তাঁরা দেখতে পেয়েছেন। এই জলাধারটি অনেকটা নিচু। তার পাশে আরও একটি বড় জলাধার ছিল বলে জানতে পেরেছেন বিশেষজ্ঞেরা।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

জেরুজালেম শহরের ইস্ট তালপিওট এলাকায় খনন চালিয়ে এই জলাধারের খোঁজ মিলেছে। যেটি ব্যবহার হত ২ হাজার বছর আগে।

সে সময় জেরুজালেম শহরে জল সরবরাহের বড় ভরসা ছিল এই জলাধার। এই জলাধার কিন্তু বহুদিন পর্যন্ত ব্যবহার হয়েছে এখানে।

এই জলাধার থেকে ২১ কিলোমিটার দূরে বেথলহেম শহরে রয়েছে সলোমন জলাধার। সেই জলাধার থেকে এই জলাধারে জল নিয়ে আসা হত। তারপর সেই জল সরবরাহ করা হত জেরুজালেম শহরে।

এই জলাধারকে শহরের অন্যতম আবিষ্কার হিসাবেই দেখছে পুরসভা। তাই মাটির তলা থেকে উদ্ধার হওয়া ওই জলাধারে পড়ে থাকা নোংরা সাফ করে ফেলার কাজ শুরু হয়েছে।

এই সাফাই শেষ হলে এই জলাধারকে শহরের অন্যতম পর্যটন আকর্ষণ হিসাবে তুলে ধরতে চাইছে জেরুজালেম পুরসভা। যা দেশের তো বটেই এমনকি বিদেশ থেকে আসা পর্যটকদেরও অবাক করবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *