Kolkata

ভরদুপুরে শিয়ালদহ স্টেশন চত্বরে আগুন

ঘড়ির কাঁটায় তখন বেলা আড়াইটে। দুপুরের দিকে যাত্রীদের ভিড়ে ঠাসা ব্যস্ততায় সেভাবে জমে ওঠেনি শিয়ালদহ স্টেশন চত্বর। তবে একেবারে হাল্কাও ছিল না লোকসমাগম। এমন সময় আচমকা মেন স্টেশনের অফিস বিল্ডিংয়ের ৩ তলায় আগুন চোখ পড়ে রেলকর্মীদের। দেখা যায়, দাউদাউ করে আগুন জ্বলছে সেখানে। মুহুর্তের মধ্যে আগুন লাগার খবর ছড়িয়ে পড়ে স্টেশন চত্বরে। আতঙ্কে হুড়োহুড়ি পড়ে যায় যাত্রীদের মধ্যে। বেশ কিছুক্ষণের জন্য ব্যাহত হয় ট্রেন চলাচল। খবর দেওয়া হয় দমকলকে। ঘটনাস্থলে এসে ঘণ্টা খানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকলের ৪টি ইঞ্জিন।

আগুনে পুড়ে যায় বহু নথি। শর্টসার্কিট থেকে কোনওভাবে আগুন লেগে গিয়েছিল বলে অনুমান দমকলকর্মীদের। কিছুক্ষণ ট্রেন চলাচল বন্ধ থাকলেও তারপর অবস্থা ফের স্বাভাবিক হয়ে যায়।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *