Sports

প্রকাশ্যে আইপিএল-এর দিনক্ষণ, খেলা হবে বিদেশে

এ বছরের আইপিএল কবে হতে পারে তা জানিয়ে দিলেন আইপিএল চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল। তা ফ্র্যাঞ্চাইজিদের জানিয়েও দেওয়া হয়েছে।

নয়াদিল্লি : মার্চে লকডাউনের জেরে পিছোতে শুরু করেছিল নির্ধারিত আইপিএল-এর দিনক্ষণ। তা কবে হবে বা আদৌ এবার হবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠছিল। বিসিসিআই-এর তরফেও একটা দোনোমনা চলছিল। হবে না একথা অবশ্য কখনই বলা হয়নি। তবে এটাও বলা হয়েছিল সম্ভাবনা কম। অন্যদিকে ফ্র্যাঞ্চাইজিরা বারবার দর্শকশূন্য মাঠেই আইপিএল অনুষ্ঠিত করার আবেদন করছিল। সেই টানাপোড়েন এতদিন চলার পর অবশেষে এবারের আইপিএল তার দিন পেল। আইপিএল চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল সংবাদ সংস্থা আইএএনএস-কে জানিয়েছেন, এবারের আইপিএল ১৯ সেপ্টেম্বর থেকে ৮ নভেম্বর পর্যন্ত করার কথা স্থির হয়েছে। আর তা ফ্র্যাঞ্চাইজিদের জানিয়েও দেওয়া হয়েছে।

আইপিএল হবে সংযুক্ত আরব আমিরশাহীতে। করোনা আবহে ভারতে যে তা সম্ভব হবে না তা আগেই পরিস্কার হয়ে গিয়েছিল। ইংল্যান্ড-অস্ট্রেলিয়া সিরিজও ১৫ সেপ্টেম্বর শেষ হচ্ছে। ফলে এই ২ দেশের খেলোয়াড়দেরও আইপিএল-এ পেতে অসুবিধা হবে না বলে মনে করছেন ব্রিজেশ। তাঁর ধারণা ১৫ সেপ্টেম্বর শেষ হলে ১৯ সেপ্টেম্বরের মধ্যে আবুধাবি উড়ে যাওয়া সমস্যার হবে না।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

গত সোমবারই আইসিসি জানিয়ে দিয়েছে এবছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে চলা টি-২০ বিশ্বকাপ করোনা পরিস্থিতিতে হওয়া সম্ভব নয়। যা হওয়ার কথা ছিল অক্টোবর, নভেম্বরে। এই ঘোষণার পরই কার্যত আইপিএল-এর সামনে দরজা খুলে যায়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *