Sports

নারিনের ২টি, সিএবি-র ১টি, আইপিএল শেষে কার ঝুলিতে কোন পুরস্কার জেনে নিন

শেষ হল ৭ সপ্তাহ ব্যাপী চলা আইপিএল। ভারতীয় ক্রীড়া মানচিত্রের সবচেয়ে জনপ্রিয় প্রতিযোগিতা। এত বড় মাপের প্রতিযোগিতার শেষে পুরস্কারটাও নেহাত ছোট হতে পারেনা। হয়ওনি। মোটা অঙ্কের পুরস্কার মূল্য, তারসঙ্গে দুরন্ত ট্রফি। হৈচৈ, আনন্দ। সব মিলিয়ে আইপিএলের রবিবারের পুরস্কার বিতরণী অবশ্যই বর্ণোজ্জ্বল। আইপিএল চ্যাম্পিয়ন হয়ে ধোনির দল জিতল আইপিএল ট্রফি। যাতে হাত ছোঁয়ানোর জন্য, যাকে হাতে তুলে আনন্দে ভেসে যাওয়ার জন্য ৮টা দলের এই অদম্য লড়াই। সেই ট্রফি হাতে নিয়ে আনন্দে ফেটে পড়ে গোটা চেন্নাই দল। সেইসঙ্গে ধোনির চেন্নাই পেল চ্যাম্পিয়ন দল হিসাবে ২০ কোটি টাকার নগদ পুরস্কার। ফাইনালে ম্যাচের সেরা হয়েছেন শেন ওয়াটসন। ম্যাচের সুপার স্ট্রাইকারও তিনিই। ফাইনালে সেরা ভাবনার জন্য পুরস্কৃত হয়েছেন এমএস ধোনি।

রবিবার পুরস্কারের তালিকায় ঝলমল করেছেন কলকাতা নাইট রাইডার্সের সুনীল নারিন। দল তৃতীয় হয়ে প্রতিযোগিতা শেষ করলেও নারিনের পুরো টুর্নামেন্ট জুড়ে দুরন্ত পারফর্মেন্স তাঁর ঝুলিতে তুলে দিয়েছে ২টি অনন্য পুরস্কার। প্রতিযোগিতার সেরা স্ট্রাইকার ও প্রতিযোগিতার সবচেয়ে মূল্যবান খেলোয়াড়ের মুকুট উঠেছে নারিনের মাথায়। তবে তিনি রবিবার ছিলেননা। তাঁর জায়গায় পুরস্কার গ্রহণ করেছে কেকেআর টিম ম্যানেজমেন্ট। এদিকে পিচ এন্ড গ্রাউন্ড পুরস্কার জিতেছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল বা সিএবি। পুরস্কার গ্রহণ করেন অভিষেক ডালমিয়া।


আকর্ষণীয় খবর পড়তে ডাউনলোড করুন নীলকণ্ঠ.in অ্যাপ

প্রতিযোগিতায় সর্বোচ্চ রান করার সুবাদে পুরস্কার জেতেন হায়দরাবাদের অধিনায়ক কেন উইলিয়ামসন। সর্বোচ্চ উইকেট প্রাপক হয়েছেন পঞ্জাবের অ্যান্ড্রু টাই। প্রতিযোগিতায় সেরা ক্যাচ ধরার পুরস্কার জিতেছেন ট্রেন্ট বোল্ট। ইমার্জিং প্লেয়ার অফ দ্যা টুর্নামেন্ট ও স্টাইলিশ প্লেয়ার অফ দ্যা টুর্নামেন্টের পুরস্কার জিতেছেন দিল্লি ডেয়ারডেভিলসের তরুণ প্রতিভা ঋষভ পন্থ। প্রতিযোগিতায় সেরা উদ্ভাবনী চিন্তার পুরস্কার জিতেছেন ফাইনাল সেরা চেন্নাই অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *