National

রাহুলকে কথা দিয়েছি, ১৩টি আসন নিশ্চিত, বললেন অমরিন্দর

পঞ্জাবে ভোট আগামী ১৯ মে। লোকসভা নির্বাচনের সপ্তম ও শেষ দফায় পঞ্জাবের ১৩টি আসনে ভোটগ্রহণ। তার আগে সংবাদ সংস্থা আইএএনএস-কে দেওয়া সাক্ষাৎকারে পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং জানালেন তিনি কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে কথা দিয়েছেন পঞ্জাবের সবকটি আসন কংগ্রেস পাবে। সেকথা তিনি রাখতেও পারবেন। এ বিষয়ে পুরোপুরি নিশ্চিত তিনি। মিশন ১৩ সফল হবেই।

কোথা থেকে মিলছে এত নিশ্চয়তা? অমরিন্দর জানাচ্ছেন, ২০১৭ সাল থেকে শুরু করে তারপর যত ছোট বড় নির্বাচন পঞ্জাবে হয়েছে, মানুষ তাঁদের ভোট দিয়েছেন। জিতিয়েছেন। তার একটাই কারণ উন্নয়ন। রাজ্যের উন্নয়ন হয়েছে। তাই মানুষ ভোট তাঁদেরই দেবেন বলে ১০০ শতাংশ নিশ্চিত পঞ্জাবের মুখ্যমন্ত্রী।

অমরিন্দর জানান, তাঁদের পঞ্জাবে ১৩টি আসন রয়েছে। এই ১৩টি আসনে প্রার্থী হতে চেয়ে ১৮০টি আবেদনপত্র জমা পড়ে। এ থেকেই বোঝা যায় যে তাঁদের রাজ্যে অবস্থানটা কোথায়! অন্যদিকে তাঁর দাবি বাকি দলগুলি মাত্র ১৩টা আসনের জন্যও যোগ্য প্রার্থী খুঁজে পাচ্ছেনা। শিরোমণি আকালি দল ও আম আদমি পার্টি-র কোনও এজেন্ডা নেই, কোনও ইস্যু হাতে নেই, পঞ্জাবের মানুষকে তাঁদের তরফ থেকে কিছু দেওয়ার নেই। ফলে তাদের ভোট পাওয়ারও কোনও সম্ভাবনা নেই বলেই মনে করছেন অমরিন্দর সিং।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button