SciTech

সাড়া জাগানো আবিষ্কার, কৃষি জমিতে লম্বা হাতে রোবটই করবে ডাক্তারি, ওষুধও দেবে

ভারত কৃষি প্রধান দেশ। সেখানেই এবার কৃষকরা আনন্দে রাতে ঘুমোতে যেতে পারবেন। এমনই এক আবিষ্কার সামনে এসে পড়ল। যা তৈরি করল আইআইটি খড়গপুর।

সাড়া জাগানো আবিষ্কার বললেও কম বলা হয়। কৃষির খোলনলচে বদলে দিতে পারে এই অনবদ্য রোবট। যা সব একাই করবে। রয়েছে একটা লম্বা হাত। যা দিয়ে সে তার যাবতীয় কাজ সারবে। কাজও অনেক।

সে তালিকা জানানোর আগে এটা বলে রাখা দরকার যে এই অনবদ্য আবিষ্কারটি করেছেন আইআইটি খড়গপুরের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের কয়েকজন ছাত্র।


ভারতে কৃষি ক্ষেত্রে ইতিমধ্যেই ড্রোনের ব্যবহার নিয়ে অনেক সাফল্য সামনে এসেছে। এবার যে রোবটটি আবিষ্কার হল তা কিন্তু কৃষি জমিতে ঘুরবে। উঁচু নিচু অমসৃণ কৃষি জমিতে যাতে সে স্বচ্ছন্দে ঘুরতে পারে তার ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।

কৃষি জমিতে ঘুরে সে গাছদের স্বাস্থ্য পরীক্ষা করে দেখবে। গাছের পাতাদের কাছে গিয়ে পর্যবেক্ষণ করবে। যদি কোনও গাছ কোনও বিশেষ রোগে আক্রান্ত হয়, তাহলে তার সেই রোগ সারাতে ঠিক যে জীবাণুনাশক স্প্রে ছড়ানো দরকার সেটাই সে নিজেই ঠিক করে ছড়িয়ে দেবে।‌ ফলে গাছটি রোগমুক্ত হবে।


এতো গেল যন্ত্রের ডাক্তারির দিক। এছাড়া ওই যন্ত্র গাছের পরিচর্যা করা, প্রয়োজনে ফসল, ফল পেড়ে আনা, গাছে নিয়ম করে জীবাণুনাশক স্প্রে করা সব কাজ একাই করবে।

স্মার্ট ট্র্যাক্‌ড রোবটটির একটি বিশাল হাত রয়েছে। আর তার সবচেয়ে বড় গুণ হল গাছের কাছে পৌঁছে সে নিজেই বুঝে নিতে পারবে গাছদের কোনও রোগ হয়েছে কিনা বা হলে কোন রোগ হয়েছে। সে রোগের চিকিৎসাও সে নিজেই করতে সক্ষম।

কৃষকদের এখনও রাতের ঘুম কেড়ে নেয় গাছের রোগ। অনেক সময় যা তাঁরা বুঝতেই পারেননা। যখন বুঝতে পারেন, তখন অনেকটা ছড়িয়ে যায়। যার চিকিৎসাও তাঁদের জানা থাকেনা।

ফলে প্রচুর ফসল নষ্ট হয়। এই যন্ত্র সেইসব চিন্তা মুছে দিতে পারবে। কৃষকদের হাতে পৌঁছলে ভারতীয় কৃষিতে এক বিপ্লব ঘটাতে পারে এই রোবট বলে মনে করছেন বিশেষজ্ঞেরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button