National

সেনার সঙ্গে গুলির লড়াইয়ে খতম দিল্লি বিস্ফোরণের মূল চক্রী

বরফের চাদরে ঢেকেছে কাশ্মীর। সেই সুযোগে কাশ্মীরের একাধিক গ্রামে একের পর এক মাথা চাড়া দিয়ে উঠছে জঙ্গিরা। কাশ্মীরের হান্দওয়ারা ও সোপিয়ানের পরে এবার পুলওয়ামা। নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে গত সোমবার নিকেশ হল পুলওয়ামার সাম্বুয়া গ্রামে আত্মগোপন করে থাকা ২ জঙ্গি।

সেনা সূত্রের খবর, নিহত জঙ্গিদের মধ্যে একজন জইশ-ই-মহম্মদ-এর অন্যতম পাণ্ডা নূর মহম্মদ। সে দিল্লি বিস্ফোরণের সঙ্গে জড়িত। সেনা সূত্রের খবর, বড়দিনের দিন গভীর রাতে সাম্বুয়া গ্রামে যৌথ অভিযান চালায় কাশ্মীর পুলিশ ও সেনাবাহিনী। যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে জঙ্গিরা প্রথমে গুলি ছুঁড়তে থাকে।


কয়েক ঘণ্টার গুলি বিনিময়ের পর দুই জঙ্গি খতম হয়েছে বলে নিশ্চিত হয় যৌথবাহিনী। তবে আরও এক জঙ্গির ঐ এলাকায় লুকিয়ে থাকার আশঙ্কা করছে সেনাবাহিনী। মঙ্গলবার দুপুরেও অব্যাহত ছিল অপারেশন।


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button