Sports

পাকিস্তানকে দুরমুশ করে এশিয়া সেরা ভারত

সীমান্তে জবাব দিচ্ছেন ভারতীয় জওয়ানরা। আর খেলার মাঠে পাকিস্তানকে হারিয়ে জবাব দিলেন রূপিন্দর, নিকিন, আকাশরা। হকিতে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি জিততে এদিন ফাইনালে ভারতের সামনে ছিল পাকিস্তান। উরি হামলা থেকে সীমান্তে পাক সেনার দাপাদাপির যোগ্য জবাব দেওযার জন্য দীপাবলির দিনে ফাইনাল খেলতে মাঠে নামেন ভারতীয় খেলোয়াড়েরা। গোটা দেশবাসী এদিনের খেলাটাকে শুধু খেলার মত দেখতে বসেননি। দেখতে বসেছিলেন ভারতের পাকজয়ের মুহুর্ত। খেলার ১৮ মিনিটের মাথায় খেলার দ্বিতীয় পেনাল্টি কর্নার থেকে আসে ভারতের প্রথম গোল। ২৩ মিনিটের মাথায় ফের গোল পায় ভারত। এদিন যেন পাকিস্তানকে হারানোর জন্য নিজেদের শেষটুকু উজাড় করে দিচ্ছিলেন ভারতীয় খেলোয়াড়েরা। আফফান ইউসুফের গোলে ২-০-এ এগিয়ে যায় ভারত। দেওয়ালে পিঠ ঠেকা পাকিস্তান আক্রমণের তেজ বাড়ায়। ২৮ মিনিটের মাথায় পেনাল্টি কর্নার থেকে একটা গোলও পায় তারা। ফলে প্রথমার্ধের শেষে খেলার ফলাফল দাঁড়ায় ২-১। এই পর্যন্ত সব ঠিক ছিল। কিন্তু তৃতীয় কোয়ার্টারে কিছুটা ছন্নছাড়া হকি খেলতে শুরু করে ভারত। যার পুরো সুযোগ কাজে লাগায় পাকিস্তান। ৩৮ মিনিটের মাথায় আলিসানের গোলে খেলায় সমতা ফেরায় পিছিয়ে থাকা পাকিস্তান। চতুর্থ কোয়ার্টারে কিন্তু ফের ছন্দে ফেরে ভারত। পাক রক্ষণ চিড়ে ভারতের একের পর এক আক্রমণে চাপে পড়ে যায় পাক দল। খেলার ৫০ মিনিটের মাথায় নিকিন থিমাইয়ার গোলে ফের ৩-২ গোলে এগিয়ে যায় ভারত। যে গোল শোধ করা আর পাকিস্তানের সাধ্যে কুলোয়নি। এদিনের জয়ের ফলে ৪ বছর পর ফের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি ঘরে তুলল ভারত। দীপাবলির দিনে পাকিস্তানকে হারিয়ে ট্রফি ঘরে তোলার চেয়ে বড় উপহার আর কিইবা হতে পারত! প্রসঙ্গত এই প্রতিযোগিতার গ্রুপ ম্যাচেও পাকিস্তান হারিয়েছিল ভারত।

 


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *