National

এবারের দীপাবলি সেনাবাহিনীকে উৎসর্গ করলেন প্রধানমন্ত্রী

তাঁরই শুরু করা মাসিক রেডিও অনুষ্ঠান মন কি বাত-এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে কী বার্তা দেন সেদিকে চেয়ে থাকেন সকলে। এদিন ছিল সেই মন কি বাতের ২৫ তম সংখ্যা। তাও আবার দীপাবলির দিন। ফলে প্রত্যাশা একটা ছিলই। ভারত-পাক সীমান্তে মাস খানেক ধরে চলা অস্থিরতায় ভারতীয় জওয়ানদের লড়াইয়ের কথা বারবারই প্রধানমন্ত্রীর গলায় উঠে এসেছে। এদিন এবারের দীপাবলি সেনা জওয়ানদের উৎসর্গ করেন তিনি। সেই সঙ্গে প্রধানমন্ত্রী বলেন, দেশবাসী শান্তিতে, আনন্দে দীপাবলির উৎসব উপভোগ করছেন কারণ সীমান্তে বিএসএফ, সিআরপিএফ বা বায়ুসেনা জওয়ানরা অতন্দ্র প্রহরা দিচ্ছেন। দেশবাসীর সুরক্ষা সুনিশ্চিত করতে তাঁরা শহিদও হয়েছেন। তাই দেশবাসীরও উচিত সেনা জওয়ানদের এবারের দীপাবলি উৎসর্গ করা। সন্দেশ টু সোলজারস-এ সেনা জওয়ানদের বার্তা পাঠানোর জন্যও সকলকে আহ্বান জানান তিনি। এছাড়া এদিন মন কি বাতে আগামী ৩১ অক্টোবর, সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিন ও ইন্দিরা গান্ধীর মৃত্যুদিন পালনেরও আহ্বান জানান প্রধানমন্ত্রী।

 

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *