Sports

ওয়ান ডের পর টি-২০ সিরিজও পকেটে

টি-২০-তে রূদ্ধশ্বাস ম্যাচে জিম্বাবোয়েকে হারাল ধোনির ভারত। শুধু ম্যাচ জেতাই নয়, এই জয়ের হাত ধরে ওয়ান ডের পর টি-২০ সিরিজও পকেটে পুরল টিম ইন্ডিয়া। ২-১ ম্যাচে সিরিজ জিতল ভারত। এদিন টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠায় জিম্বাবোয়ে। প্রথমে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ১৩৮ রান তোলে ভারত। ভারতের হয়ে কেদার ‌যাদবের ৫৮ রান বাদ দিলে কেউই ৩০-এর ঘর ছুঁতে পারেননি। জবাবে ব্যাট করতে নেমে ১৯ ওভারের শেষে ১১৮ রান তোলে জিম্বাবোয়ে। শেষ ৬ বলে ২১ রান করলে জিতবে, এই অবস্থায় শ্রানের প্রথম বলেই ছয় মারেন মারুমা। পরের বল ওয়াইড। তার পরের বলে চার। তার পরের বল ফের ওয়াইড। ৪ বলে ৯ রান। এর পরের বলে রান হয়নি। তার পরের বলে ১ রান। জিততে তখন দরকার ২ বলে ৮ রান। এই অবস্থায় ফের চার মারেন চিগুমবুরা। ফলে শেষ বলে চার মারতে পারলেই সিরিজ জিততে পারত জিম্বাবোয়ে। কিন্তু শেষ বলে চার মারতে গিয়ে ক্যাচ দিয়ে বসেন চিগুমবুরা। ক্যাচ ধরতে কোনও ভুল করেননি চাহল। রুদ্ধশ্বাস এই জয়ের হাত ধরে জিম্বাবোয়ে সফরে ওয়ান ডের পর টি-২০ সিরিজও জিতে নিল ভারত।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button