Sports

প্রথম দিনের শেষে ভারত কোনও উইকেট না হারিয়ে ০ রান

চতুর্থ ও শেষ টেস্টে প্রথম দিনের মধ্যে চোখে পড়ার মত যদি কিছু থাকে তবে নয়া মুখ কুলদীপ যাদবের বোলিং। ভারতের এই অচেনা মুখের দাপটে এদিন কার্যতই ভেঙে পড়ে অজিদের মিডল অর্ডার। এদিন সকালে টস জিতে ব্যাট নেন অজি অধিনায়ক। কিন্তু বিরাটহীন ভারতের বোলিং আক্রমণই প্রথমে ঝটকা দেয়। মাত্র ১ রান করে প্যাভিলিয়নে ফিরতে হয় রেনশ-কে। তারপরই জুটি বাঁধেন ওয়ার্নার-স্মিথ। ২ জনের দুরন্ত ব্যাটিংয়ে এবার ব্যাকফুটে পৌঁছে যায় ভারত। দলগত ১৪৪ রানে ওয়ার্নার ফিরলেও স্মিথ তখনও ক্রিজে। কিন্তু তারপরই ঘোরে খেলার মোড়। কুলদীপের বোলিংয়ে ওয়ার্নার ফেরার পর এক এক করে মার্শ, হ্যান্ডসকম্বরাও আউট হয়ে ফেরার পর অজি ইনিংস ধাক্কা খায়। কুলদীপের সংগ্রহ ৪ উইকেট। শতরান করে স্মিথ নেলশনে আউট হলেও তাঁর দলের মিডল অর্ডার তাসের ঘরের মত ভেঙে পড়ে। উইকেটরক্ষক ওয়েড ৫৭ রানের একটা ভাল ইনিংস না খেললে অজিদের স্কোর ২৩০-২৪০ এই থমকে যেতে পারত। অবশেষে দিনের খেলার প্রায় শেষ প্রান্তে পৌঁছে সব উইকেট হারিয়ে অজিরা করে ৩০০ রান। ব্যাট করতে নেমে ভারতের দুই ওপেনার কে এল রাহুল ও মুরলী বিজয় মাত্র ১ ওভার খেলার সুযোগ পেয়েছেন। যে ওভারে দিনশেষের পড়ে আসা আলোয় কোনও ঝুঁকির ব্যাটিং থেকে নিজেদের দূরে রেখে শুধু ঠুকে দিয়েছেন হ্যাজেলউডের গোলা।

 



Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button