Sports

পূজারার ডবল, ঋদ্ধির সেঞ্চুরি, ব্যাটে বলে কামাল জাদেজার

তৃতীয় দিনের শেষে যে টেস্ট সাদামাটা ড্রয়ের পথ ধরেছিল। তাই চতুর্থ দিনে মোড় ঘুরিয়ে এখন ভারতকে জয়ের স্বপ্ন দেখাচ্ছে। যদিও কাজটা নেহাত সহজ নয়। তবু জেতার জন্য ঝাঁপানোর সুযোগ তো সামনে এসেছে। আর তা এসেছে চেতেশ্বর পূজারা আর ঋদ্ধিমান সাহার তাক লাগানো ব্যাটিংয়ের দৌলতে। তৃতীয় দিনে ৬ উইকেট হারানো ভারত চতুর্থ দিনের সকালে ব্যাট করতে নামে অজিদের চেয়ে ৯১ রানে পিছিয়ে থেকে। কিন্তু সকালে ব্যাট করতে নেমে ঋদ্ধিমান আর পূজারার দুরন্ত ব্যাটিংয়ের সামনে অজি বোলিং আক্রমণ ক্রমশ ফিকে হতে শুরু করে। পূজারা ২০২ রান করে এবং ঋদ্ধিমান সাহা ১১৭ রান করে আউট হন। যদিও এই দুইয়ের দুরন্ত ব্যাটিংয়ের পরও ভারতের টেল এন্ডাররা যে কামাল দেখালেন তা তারিফের দাবি রাখে। জাদেজার ৫৪ রানের ইনিংস ভারতের অজিদের সঙ্গে রানের ফারাক বাড়াতে একটা বড় ভূমিকা পালন করে। অবশেষে ৬০৩ রান করে ইনিংস ডিক্লেয়ার করে দেন অধিনায়ক বিরাট। অজিদের বিকেলে ব্যাট করতে পাঠানো বিরাটের কতটা সঠিক সিদ্ধান্ত ছিল তা কিছুক্ষণের মধ্যেই পরিস্কার হয়ে যায়। ১৫২ রানে পিছিয়ে থেকে ব্যাট করতে নেমে ওয়ার্নার ও লিয়ঁকে প্যাভিলিয়নে পাঠায় জাদেজার ঘূর্ণি। দিনের শেষে ২ উইকেট হারিয়ে অজিদের সংগ্রহ ২৩ রান। এখনও ১২৯ রানে পিছিয়ে অস্ট্রেলিয়া। হাতে ৮ উইকেট। ফলে জিতের হাতছানি নিয়েই পঞ্চম দিনে মাঠে নামবে বিরাট ব্রিগেড।

 


আকর্ষণীয় খবর পড়তে ডাউনলোড করুন নীলকণ্ঠ.in অ্যাপ

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *