Sports

প্রথম দিনে লাগাম হাতে রাখল অজিরা

ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টেস্টের প্রথম দিনে খেলার রাশ নিজেদের হাতে রাখল অস্ট্রেলিয়া। ধৈর্যের পরীক্ষায় সম্পূর্ণ সফল অধিনায়ক স্মিথ ও ম্যাক্সওয়েল। সেঞ্চুরি করেন স্মিথ। ২৪৪ বলে ১১৭ রান করে দিনের শেষে অপরাজিত স্মিথ। অন্যদিকে ম্যাক্সওয়েলের ঝুলিতে রয়েছে ৮২ রান। ফলে দ্বিতীয় দিনের সকালেই দ্বিতীয় সেঞ্চুরির দিকে অধীর আগ্রহে তাকিয়ে থাকবে অজিরা। এদিন টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। দলগত ৫০ রানের মাথায় ১৯ রান করে প্যাভিলিয়নে ফেরেন ওয়ার্নার। ৮০ রানের মাথায় অপর ওপেনার রেনশ-কে প্যাভিলিয়নে ফেরান উমেশ যাদব। ৮৯ রানে মার্সের উইকেট হারিয়ে কিছুটা হলেও চাপে পড়ে যায় অস্ট্রেলিয়া। হাল ধরার চেষ্টা করেন স্মিথ ও হ্যান্ডসকম্ব। কিন্তু দলের ১৪০ রানের মাথায় হ্যান্ডসকম্বকেও ফেরান উমেশ। ব্যাট করতে নামেন ম্যাক্সওয়েল। এই অবস্থায় অজিদের ৩০০-র মধ্যে গুটিয়ে দেওয়ার কথা ভারতীয়দের মনে উঠেই আসছিল। তৃতীয় টেস্টে প্রথম দিনে ভাল অবস্থায় থাকার একটা ক্ষীণ আশায় বুক বাঁধছিলেন তাঁরা। কিন্তু স্মিথ-ম্যাক্সওয়েলের ‌যুগলবন্দি দিনের শেষে ভারতীয় বোলারদের নির্বিষ প্রমাণ করে দলকে পৌঁছে দিল শক্ত ভিতের ওপর। দিনের শেষে ৪ উইকেট হারিয়ে অজিদের স্কোর ২৯৯ রান। এদিন মধ্যাহ্নভোজনর বিরতির পর বাউন্ডারির দিকে ছুটতে থাকা একটি বলকে আটকাতে শরীর ছুঁড়ে দেন বিরাট কোহলি। চোট পান ডান কাঁধে। ‌ফিজিও মাঠে আসেন। এরপর কাঁধে যন্ত্রণা নিয়ে মাঠ ছাড়েন অধিনায়ক। এই টেস্টে বিরাট যদি কাঁধে চোটের কারণে খেলতে না পারেন তবে তা ভারতের জন্য অবশ্যই খারাপ খবর। তবে এখনও তেমন কিছু জানা যায়নি।

 


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *