Sports

লজ্জার হারে দর্পচূর্ণ বিরাট বাহিনীর

এমন লজ্জার হার শেষ কবে হেরেছে ভারত। মনে পরছে না তো! হঠাৎ মনে পরার কথাও নয়। এজন্য পুরনো খতিয়ান নিয়ে বসতে হবে। কিন্তু সেই হারটা ঘরের মাটিতে হেরে দেখাল অশ্বমেধের ঘোড়া বলে মাথায় তুলে নাচা বিরাট বাহিনী। পিচের দোষ দেওয়ার মুখ নেই। কারণ এই পিচেই অজি অধিনায়ক ১০৯ রানের ইনিংস খেলেছেন। অথচ সেই পিচেই ভারত নিজেদের প্রথম ইনিংসের ধারা অব্যাহত রেখে ১০৫ রানে অলআউট! ভারতের হয়ে সর্বোচ্চ রান পূজারার। ৩১ রান করে আউট হন তিনি। এর বাইরে ৬ জন এক অঙ্কের রান করেই প্যাভিলিয়নে ফিরেছেন। প্রথম ইনিংসে যদিও বা ৪০ ওভার পর্যন্ত অজি বোলিংয়ে টিকে থাকতে পেরেছিল ভারত, তো দ্বিতীয় ইনিংসে মাত্র ৩৩ ওভারেই শেষ ভারতের গর্বের ব্যাটিং লাইনআপ। প্রথম ইনিংসে কামাল দেখিয়েছিলেন স্টার্ক। সকলে ভাবছিলেন অজিদের ভারত বধে স্টার্কই আস্তিনের লুকোনো তাস। কিন্তু টেক্কার খেলাও যে লোকানো রয়েছে তা দ্বিতীয় ইনিংসে দেখিয়ে দিল অজিরা। দ্বিতীয় ইনিংসে ভারতকে একাই প্যাভিলিয়ন পর্যন্ত প্যারেড প্র্যাকটিস করালেন ৩২ বছরের বাঁ হাতি স্পিনার ও’কিফে। ‌পুনের পিচে ‌যাঁর অজানা ঘূর্ণিতে দর্পচূর্ণ বিরাট বাহিনীর। তৃতীয় দিনের দুপুরেই শেষ একটা গোটা টেস্ট। লজ্জার হার ভারতের।

 

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *