Sports
অস্ট্রেলিয়ার সঙ্গে প্রথম টেস্টের প্রথম দিনে ভাল অবস্থায় বিরাটের ভারত

ইংল্যান্ড, বাংলাদেশের পর এবার অস্ট্রেলিয়া। এবারও দেশের মাটিতে বিরাটরা শুরুটা করলেন ভালই। এদিন টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। দুই অজি ওপেনার রেনশ ও ওয়ার্নার দুজনেই ভাল ব্যাট করেন। ওয়ার্নার যখন ব্যক্তিগত ৩৮ রানের মাথায় আউট হয়ে প্যাভিলিয়নমুখী তখন অস্ট্রেলিয়ার স্কোর ৮২ রান। ঠিক তার পরের বলেই আঘাত পেয়ে রিটায়ার্ড হন রেনশ। তখন রেনশর সংগ্রহ ৬৮ রান। এরপর যদিও উমেশের ফাস্ট বল আর অশ্বিন-জাদেজার স্পিন যুগলবন্দি অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের ঘোল খাইয়ে ছাড়ে। ২ জন শূন্য রান সহ ৫ জন অজি খেলোয়াড় এক অঙ্কের ব্যক্তিগত রানে আউট হন। একমাত্র স্টার্ক এই ঝাঁকে না পড়ে ৫৭ রান করে এখনও অপরাজিত। দিনের শেষে অস্ট্রেলিয়ার স্কোর ৯ উইকেট হারিয়ে ২৫৬ রান। দ্বিতীয় দিনের শুরুতেই উইকেট পড়লে ভারত বড় রানের অঙ্কেই ব্যাট করতে নামবে।