জিম্বাবোয়ের বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচ হারল ভারত। এদিন হারারেতে ভারতকে ২ রানে হারিয়ে দেয় তারা। শেষ ওভারে জেতার জন্য প্রয়োজনীয় রান তুলতে ব্যর্থ ধোনি। এদিন টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন ভারতীয় স্কিপার। ব্যাট করতে নেমে শুরুটা ভালই করেন জিম্বাবোয়ের দুই ওপেনার। তবে এদিন জিম্বাবোয়েকে ১৭০ রানে পৌঁছে দেয় মিডল অর্ডারে ব্যাট করতে নামা চিগুমবুরা। তাঁর অর্ধশতরানে ভরসা করে ভাল রানের চ্যালেঞ্জে ছুঁড়ে দেয় ৫০ ওভারের সিরিজে ভারতের কাছে হোয়াইট ওয়াশ হওয়া জিম্বাবোয়ে। পরে ব্যাট করতে নেমে কেএল রাহুল বাদ দিয়ে সকলেই বিরাট রান না হলেও একটা ভাল রানের ইনিংস খেলে আউট হন। ৪৮ রানের একটা অনবদ্য ইনিংস খেলেন মণীশ পাণ্ডে। শেষ ওভারে জয়ের জন্য ফিনিশিং শটটা ছিল ধোনির হাতে। কিন্তু সেই লক্ষ্যে সফল হতে পারেননি তিনি। ফলে প্রথম ম্যাচে ২ রানে হারতে হল ভারতকে। এদিনের জয়ের ফলে ৩ ম্যাচের টি-২০ সিরিজে জিম্বাবোয়ে ১-০-এ এগিয়ে গেল। পরের ম্যাচ আগামী সোমবার।