Sports

ধরে খেলে ভাল অবস্থায় ইংল্যান্ড

ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজের প্রথম টেস্ট ম্যাচের বুধবার ছিল প্রথম দিন। রাজকোটের সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামের পিচে এদিন টস জিতে প্রথমে ব্যাট করতে নামে ইংল্যান্ড। এদিন কার্যতই দিনভর টেস্ট ক্রিকেট খেললেন ইংল্যান্ডের ব্যাটসম্যানেরা। ক্রিকেটের ব্যাকরণ মেনে যে বলটা মারবার মত সেটাই মারলেন তাঁরা। জুনিয়রদের জন্য ব্যাটিং কেমন হওয়া উচিত তার জীবন্ত চিত্র ফুটে উঠল প্রতিটি স্ট্রোকে। কিন্তু উত্তাপটা তৈরি হলনা।

প্রথম দিনের শেষে ৪ উইকেট হারিয়ে ইংল্যান্ডের স্কোর ৩১১। দুই ব্রিটিশ ওপেনার কুক ও হামিদ পিচ আঁকড়ে থেকেও তেমন রান করতে পারেননি। তবে সেঞ্চুরি পেয়েছেন জো রুট। ১২৪ রান করে ইংল্যান্ডকে মজবুত ভিতের ওপর দাঁড় করিয়ে দিয়েছেন তিনি। যদিও ৯৯ রানে নট আউট মইন খানের অবদানও কোনও অংশে কম নয়। বৃহস্পতিবার সকালে খেলা শুরু হলে সেঞ্চুরির জন্য তাঁর দরকার ১ রান। ভারতের হয়ে অশ্বিন ২ উইকেট পেয়েছেন। জাদেজা ও যাদব পেয়েছেন ১টি করে উইকেট।


আকর্ষণীয় খবর পড়তে ডাউনলোড করুন নীলকণ্ঠ.in অ্যাপ

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *