Sports

পাহাড় প্রমাণ রান তাড়া, লড়ে হারল ওয়েস্ট ইন্ডিজ, সিরিজ ভারতের

টস জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। সুযোগ ছিল প্রথমে ব্যাট করে বিশাল রান গড়ার। ব্যাটিং সহায়ক পিচে রান তাড়াটা সবসময়েই ঝুঁকির। হয়তো তার পরেও রাতের শিশিরকে মাথায় রেখে প্রথমে বিরাটদের ব্যাট করতে পাঠান ক্যারিবিয়ান অধিনায়ক কায়রন পোলার্ড। সেটা হয়তো সঠিক সিদ্ধান্ত ছিলনা। ভারতের বিশাল ব্যাটিং শক্তি যে রান তুলে ফেলল তা প্রথমে ব্যাট করে করা যেতে পারে। কিন্তু তাড়া করা অতি কঠিন কাজ। তবু ওয়েস্ট ইন্ডিজ রান তাড়া করল। দুরন্ত ব্যাটিং করল। যদিও তারপরেও হারল। ৬৭ রানে হেরে গেল ওয়েস্ট ইন্ডিজ। শুধু ম্যাচই হারল না সিরিজও হাতছাড়া হল তাদের।

হায়দরাবাদে ভারত জিতেছিল। তিরুবনন্তপুরমে ওয়েস্ট ইন্ডিজ। তৃতীয় ও শেষ টি-২০ ছিল সিরিজের ফাইনাল ম্যাচ। যেখানে টস জেতে ওয়েস্ট ইন্ডিজ। প্রথমে ভারতকে ব্যাট করতে পাঠায়। শুরু থেকেই বিধ্বংসী মেজাজে শুরু করেন রোহিত শর্মা ও কেএল রাহুল। এদিন ভারতের ওপেনিং জুটি বুঝিয়ে দিয়েছিল দিনটা ভারতের। রোহিত শর্মা যখন ৩৪ বলে ৭১ রান করে আউট হন তখন ভারতের স্কোর ১৩৫। নামেন ঋষভ পন্থ। কিন্তু খালি হাতেই ফিরতে হয় তাঁকে। এরপর রাহুলের সঙ্গে জুটি বাঁধেন বিরাট কোহলি। ফলে রান মেশিনে লাগাম পড়েনি। ক্যারিবিয়ান বোলিংও রোহিতকে প্যাভিলিয়নে ফিরিয়ে স্বস্তির শ্বাস নেওয়ার ফুরসত পায়নি।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

এদিন অতি ভয়ংকর মেজাজে ছিলেন বিরাট কোহলি। দ্রুততম অর্ধশতরান করেন তিনি। ২১ বলে ৫০ টপকে যান। খেলার শেষে ৭০ রান করে অপরাজিত থাকেন তিনি। সেটাও করেন মাত্র ২৯ বলে। সব মিলিয়ে ভারত করে ৩ উইকেট হারিয়ে ২৪০ রান। ২০ ওভারে ২৪১ রান কম কথা নয়। পাহাড় প্রমাণ রান তাড়া। ক্যারিবিয়ানরা ব্যাটিং করতে নেমে শুরুতেই ৩টি উইকেট হারিয়ে চাপে পড়ে যায়। দলের ১৭ রানের মধ্যেই ৩ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। সিমন্স ৭, কিং ৫ এবং পুরান ০ রান করে ফেরেন। এখান থেকে খেলার হাল ধরার লড়াই শুরু করেন হেটমায়ার ও অধিনায়ক পোলার্ড। হেটমায়ার ৪১ রান করে আউট হন।

পোলার্ড কিন্তু একদিকে দাঁড়িয়ে খেলে যান। বড় শট মারতে থাকেন। রান তুলতে থাকেন দলের জন্য। কিন্তু তাঁকে সেভাবে অন্য প্রান্তে দাঁড়িয়ে সঙ্গত দিতে ব্যর্থ হন বাকিরা। হোল্ডার ৮ রান করে ফেরেন। এরপর ৬৮ রান করে প্যাভিলিয়নে ফেরেন পোলার্ডও। পোলার্ড ফেরার পর খেলাটা কার্যত নিয়মরক্ষার হয়ে দাঁড়ায়। এরপর ওয়ালস ১১ রানে ও পিয়ের ৬ রান করে ফেরেন। ২০ ওভারের শেষে ওয়েস্ট ইন্ডিজ শেষ করে ৮ উইকেট হারিয়ে ১৭৩ রান করে। ম্যাচের সেরা হন ৯১ রান করা কেএল রাহুল। ম্যান অফ দ্যা সিরিজ হন বিরাট কোহলি। ভারত টি-২০ সিরিজ জেতে ২-১ ব্যবধানে। আগামী রবিবার থেকে শুরু হচ্ছে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ একদিনের সিরিজ। প্রথম ম্যাচ চেন্নাইতে।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *