Entertainment

কোন সমস্যায় ভুগছেন তিনি, খোলাখুলি জানালেন করণ জোহর


অনেকেই মধ্য জীবনের সমস্যা বা মিড লাইফ ক্রাইসিসে আক্রান্ত হন। অনেকে মুখ ফুটে বলেন। অনেকে চেপে রাখেন। পরিচালক-প্রযোজক করণ জোহর কিন্তু নিজের মধ্য জীবনের সমস্যার কথা বলতে দ্বিধা করেননি। একটি টিভি শো-তে হাজির হয়ে তিনি খোলাখুলি স্বীকার করে নিয়েছেন তিনি এখন মধ্য জীবনের সমস্যায় আক্রান্ত। করণ জানিয়েছেন, যে মধ্য বয়সে তিনি দাঁড়িয়ে আছেন সেই বয়স ও জীবনের এই অধ্যায়ের সঙ্গে লড়াই করতে হচ্ছে তাঁকে।


কী করছেন করণ? করণ জোহর জানিয়েছেন, তিনি আজকাল ভীষণভাবে রংচঙে পোশাক পরছেন। তাঁর আলমারি ভরে গেছে রঙিন পোশাকে। এই রঙের মধ্যে দিয়েই হয়তো বয়সটাকে ঢাকার একটা চেষ্টা করছেন তিনি। এক্ষেত্রে ডিজাইনার মণীশ মালহোত্রার কথা বলেন করণ। করণ জানান মণীশের এমনিতে ভীষণ রুচিশীল পছন্দ। কিন্তু ডিজাইনার হিসাবে মণীশ খুব চটকদার পোশাক পছন্দ করেন।


ওজন কমানো নিয়েও মুখ খোলেন করণ। বলেন, তিনি হলেন নীরব ভোজন রসিক। যিনি সকলের সামনে খেতেই চান না। কিন্তু রাতে একা একা প্রচুর খান। করণ জানান, তিনি সোশ্যাল সাইটে সারাদিন থাকতে পারেন। ভালবাসেন থাকতে। মধ্যরাতে তিনি সোশ্যাল সাইটেই থাকেন। এটাই তাঁর মধ্যরাতের কাজ। ঘুমোতে যাওয়ার আগে তিনি সোশ্যাল সাইটে মজে থাকতেই সবচেয়ে পছন্দ করেন বলেও অকপটে জানান করণ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা




Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *