Sports

রোহিতের দ্বিশতরান, বিকেলের আলোয় ফের বেকায়দায় দক্ষিণ আফ্রিকা

রাহানের সেঞ্চুরির অপেক্ষায় রাঁচি টেস্টের দ্বিতীয় দিনের শুরুতে টিভির সামনে বসেছিলেন সকলে। সেই সেঞ্চুরি আসেও। কিন্তু এদিন ১১৭ রানে শুরু করে রোহিত যে দ্বিতীয় দিনের জন্যও নিজের দাপুটে ব্যাট লুকিয়ে রেখেছিলেন সেটা বোধহয় তেমন একটা আশা করেননি অনেকে। সেটাই হল। দ্বিতীয় দিনেও কথা বলল রোহিত শর্মার ব্যাট। করলেন ডবল সেঞ্চুরি। ২১২ রান করে ফেরেন রোহিত। অবশ্য তাঁর আগেই ফিরেছিলেন রাহানে। তিনি করেন ১১৫ রান।

পরের দিকে ভারতের রানকে আরও ভাল জায়গায় পৌঁছে দেন জাদেজা। তিনি করেন ৫১ রান। ঋদ্ধিমান সাহার ব্যাট থেকে আসে ২৪ রান। তবে শেষে একটা বিধ্বংসী ইনিংস খেলে গোটা মাঠকে চমকে দেন উমেশ যাদব। তাঁর শক্তিশালী কব্জি ৫টি ছক্কা হাঁকায় মাঠে। মাত্র ১০ বল খেলে ৩১ রান করেন তিনি। যার মধ্যে ৩০ রান এসেছে ছক্কা হাঁকিয়ে। উমেশের ঝোড়ো ইনিংস এদিন সকলকে ছাপিয়ে চর্চার কেন্দ্রে পৌঁছে যায়।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

উমেশ জানতেন ভারত শেষ বিকেলে দক্ষিণ আফ্রিকাকে মাঠে নামিয়ে উইকেট তোলার চেষ্টা করবে। তাই চালিয়ে যতটা রান তুলে রাখা যায় সেই চেষ্টা করেন তিনি। আর তাতে ভীষণভাবে সফল হন। ভারত ৪৯৭ রান করে ৯ উইকেট হারিয়ে ইনিংস ডিক্লেয়ার করে দেয়। দ্বিতীয় দিনের প্রায় শেষ লগ্নে ব্যাট করতে নামে দক্ষিণ আফ্রিকা। অবশ্য তারা নাইট ওয়াচম্যান নামায়নি। তার ফলও ভুগতে হয়। ০ রানে ফেরেন ওপেনার এলগার। ৪ রান করে ফেরেন ডি কক। দিনের শেষে ৯ রানে ২ উইকেট খুইয়ে চাপে প্রোটিয়ারা। যা পরিস্থিতি তাতে তৃতীয় দিনের খেলার ওপর খেলার মোড় কোন দিকে ঘোরে তা পরিস্কার হয়ে যাবে।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *