Sports

কিউয়িদের হারিয়ে ১ নম্বরে ভারত


৪ দিনেই ইডেন টেস্ট জিতে নিল ভারত। আর পরপর ২টি টেস্টে নিউজিল্যান্ডকে হারানোর সুবাদে আইসিসি টেস্ট ব়্যাঙ্কিংয়ে উঠে এল ১ নম্বরে। প্রথম টেস্টে জেতার পর পাকিস্তানের সঙ্গে ১ নম্বর অবস্থান ভাগাভাগি করে নিতে হচ্ছিল ভারতকে। কিন্তু এদিনের জয় তাদের এককভাবে ১ নম্বরে তুলে আনল। সেইসঙ্গে দেশের মাটিতে ২৫০ তম টেস্টেও জয় পেল ভারতীয় ব্রিগেড। আর বাংলার প্রাপ্তি হল ঋদ্ধিমানের স্বপ্নের ইনিংস। প্রথম ইনিংসে করেছিলেন ৫৪ রান। আর দ্বিতীয় ইনিংসে করলেন ৫৮। দুই ইনিংসেই অপরাজিত রইলেন। আর ইডেনের পিচে গড়লেন নয়া নজির। ঋদ্ধিমান সাহাকেই বেছে নেওয়া হয়েছে ম্যান অফ দ্যা ম্যাচ হিসাবে। চতুর্থ দিনে কার্যত তাঁর চওড়া ব্যাটে ভর করেই ভারত পৌঁছে যায় ২৬৩ রানে। আর চতুর্থ ইনিংসে ব্যাট করতে নেমে জিততে হলে ৩৭৬ রানের কঠিনতম লক্ষ্য স্থির করে দেন কিউয়িদের জন্য। যদিও শুরুটা ভালই করেছিল নিউজিল্যান্ড। মাত্র ১ উইকেট হারিয়ে ১০৩ রান তুলে নেয় তারা। কিন্তু তারপর থেকে শুরু হয় লাগাতার উইকেট পতন। দিনের শেষে ১৯‌৭ রানে শেষ হয়ে যায় কিউয়ি ইনিংস। সহজ জয় পায় ভারত। ভারতীয় বোলিং আক্রমণ আর তার সঙ্গে আক্রমণাত্মক ফিল্ডিং সাজানোর জোড়া চাপেই এদিন বেসামাল হয়ে পড়েন কিউয়ি ব্যাটসম্যানেরা। ৩ ম্যাচের টেস্ট সিরিজে ইতিমধ্যেই ২-০-এ এগিয়ে গেলেন বিরাট কোহলিরা।






Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *